বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঋত্বিকের ‘মায়াকান্নায়’ বিরক্ত কঙ্গনা  

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৬ ডিসেম্বর, ২০২০ ০৭:৫২

ঋত্বিক মামলা করেছিলেন অজানা এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ ছিল, তিনি ঋত্বিক রোশনের নাম ব্যবহার করে ভুয়া ইমেইল দিয়ে কঙ্গনাকে অগণিত ইমেইল পাঠিয়েছেন।

২০১৬ সালের এক মামলা ফের তদন্তের জন্য পুলিশকে অনুরোধ করেছেন বলিউড অভিনেতা ঋত্বিক রোশন। বিষয়টি ভালোভাবে নেননি তার এক সময়ের প্রেমিকা কঙ্গনা রানাউত।

ঋত্বিক মামলা করেছিলেন অজানা এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ ছিল, তিনি ঋত্বিক রোশনের নাম ব্যবহার করে ভুয়া ইমেইল দিয়ে কঙ্গনাকে অগণিত ইমেইল পাঠিয়েছেন।

ইমেইলগুলো পাঠানো হয়েছিল ২০১৩-২০১৪ সালের মধ্যে। ২০১৬ সালে মামলার পর কোনো পদক্ষেপ নেয়া হয়নি। এর চার বছর পর তদন্তের দাবি জানিয়েছেন ঋত্বিক।

মঙ্গলবার ভারতের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, ঋত্বিকের অনুরোধে তার মামলাটি ভারতের সাইবার সেল থেকে ক্রাইম ইন্টেলিজেন্স ইউনিটের হাতে পাঠানো হয়।

২০১২-১৩ সালে কৃশ ৩ সিনেমায় অভিনয়ের সময় ঋত্বিক ও কঙ্গনা সম্পর্কে জড়িয়ে পড়েন। সে সম্পর্ক অল্প দিনের হলেও তা বলিউডে নানা আলোচনার জন্ম দেয়।

ঋত্বিক ২০১৭ সালে কঙ্গনার বিরুদ্ধেও মামলা করেছিলেন তাকে হেনস্তা করার অভিযোগে। ২০১৬ সালের মামলা তদন্তের দাবি জানিয়ে ঋত্বিক তাদের সম্পর্কের বিষয়টি আবার সামনে নিয়ে এসেছেন বলে মনে করছেন কঙ্গনা।

এ নিয়ে কঙ্গনা বিরক্ত। সামাজিক মাধ্যমে তার প্রকাশও করেছেন তিনি। এক টুইটে কঙ্গনা বলেছেন, ‘ওর (ঋত্বিক) মায়াকান্না আবার শুরু হলো। আমাদের বিচ্ছেদের এবং ওর (ঋত্বিক) ডিভোর্সের এত বছর পরও সামনে আগাতে পারছে না। অন্য কোনো নারীর সঙ্গে সম্পর্ক করছে না।

‘যখন আমি আমার জীবন নিয়ে আশাবাদী, সে (ঋত্বিক) আবার একই বিষয় টেনে আনল। ঋত্বিক কতদিন তুমি এই ছোট একটা সম্পর্কের জন্য কাঁদতে থাকবে?’

এ বিভাগের আরো খবর