পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে সোমবার একাদশ ও অনার্স প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের নিয়ে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে শিবির সভাপতি নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন- বিদ্যালয়ের নিয়ম-কানুন মেনে সিলেবাসের পাশাপাশি জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে জ্ঞানার্জন করতে হবে। লক্ষ্য নির্ধারণ করে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য কঠোর পরিশ্রম করতে হবে। অধ্যবসায়, গবেষণার পাশাপাশি গুরুত্ব অনুধাবন করে খেলাধুলা, সুস্থ সংস্কৃতি চর্চা এবং অন্যান্য সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে। এটি সামগ্রিক মেধা বিকাশে সহায়ক শক্তি। যে-কোনো প্রয়োজনে শিক্ষক-শিক্ষিকা এবং সিনিয়রদের সহযোগিতা নিতে হবে। আত্মনির্ভরশীল মর্যাদাপূর্ন রাষ্ট্রগঠনের পূর্ব শর্ত হচ্ছে দক্ষ, যোগ্য, নৈতিক গুণসম্পন্ন মানবসম্পদ। আত্মমর্যাদাবান মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে সবার আগে ক্যারিয়ার গঠনে মনোযোগী হতে হবে।
সরকারি সোহরাওয়ার্দী কলেজ শাখার সভাপতি রাকিব মাহমুদ এর সভাপতিত্বে ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ শাখার সেক্রটারী রেদোয়ানুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক হারুনুর রশিদ রাফি, সাবেক কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক মো. শফিউল্লাহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)-এর যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস আল হাসান,
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজ এর অধ্যক্ষ প্রফেসর পান্না লাল রায়, উপাধ্যক্ষ প্রফেসর ইলিয়াস ব্যাপারী, সহকারী অধ্যাপক ব্যবস্থাপনা বিভাগ ও শিক্ষক পরিষদ সম্পাদক মো. শাহাবুদ্দিন সিকদার, প্রভাষক, ইংরেজি বিভাগ মো. হাবিবুল্লাহ হাওলাদার, প্রভাষক, বাংলা বিভাগ সানাউল্লাহ, প্রভাষক, হিসাববিজ্ঞান বিভাগ নুপুর রানী মজুমদার।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, পিরোজপুর জেলার সাবেক সভাপতি অধ্যক্ষ জহিরুল হক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, পিরোজপুর জেলা শাখার সভাপতি মো. ইমরান হোসেন, সেক্রটারী মো. মিজানুর রহমান ও পিরোজপুর জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।