চলতি সপ্তাহের মধ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদচ্যুত করতে আল্টিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
কেন্দ্রীয় শহীদ মিনারে মঙ্গলবার আয়োজিত ছাত্র জমায়েত থেকে এই ঘোষণা দেন প্ল্যাটফর্মটির সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। এ সময় তিনি ১৯৭২ সালে প্রণীত সংবিধান বাতিলসহ পাঁচ দফা দাবি তুলে ধরেন।
ঘোষিত সময়সীমার মধ্যে এসব দাবি মেনে নেয়া না হলে শিগগিরই রাজপথে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র জমায়েত থেকে দাবি তুলে ধরেন। ছবি: নিউজবাংলা
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘এই শহীদ মিনার থেকে আমরা এক দফা ঘোষণা করেছিলাম। আজ সেই শহীদ মিনার থেকে আমরা পাঁচ দফা দাবি ঘোষণা করছি।
‘আমাদের প্রথম দফা- যে সংবিধানের মাধ্যমে বর্তমান রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু বলবৎ রয়েছেন অর্থাৎ মুজিববাদী সংবিধান, সেই ৭২-এর সংবিধান বাতিল করতে হবে। সেই সংবিধানের জায়গায় ২৪-এর গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে নতুন করে সংবিধান লিখতে হবে।
‘দ্বিতীয় দফা- সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে এই সপ্তাহের মধ্যে ছাত্রলীগকে আজীবনের জন্য বাংলার মাটি থেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।
‘তৃতীয় দফা- আমরা যদি বাহাত্তরের সংবিধানকে ছুড়ে ফেলতে পারি তাহলে চুপ্পু এমনিতেই আর রাষ্ট্রপতি থাকেন না। তারপরও আমাদের দাবি, রাষ্ট্রপতি চুপ্পুকে এই সপ্তাহের মধ্যে পদচ্যুত করতে হবে।’
সমন্বয়ক হাসনাত বলেন, “আমাদের চতুর্থ দফা দাবি- জুলাই বিপ্লব ও গণঅভ্যুত্থানের স্পিরিটের আলোকে ২৪-পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে এই সপ্তাহের মধ্যে নতুন করে ‘প্রক্লেমেশন অফ রিপাবলিক’ ঘোষণা করতে হবে। সেটি এবং ক্রিয়াশীল সব সংগঠনের মতের ভিত্তিতে ২৪-পরবর্তী বাংলাদেশ পরিচালিত হবে।”
২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনকে অবৈধ ঘোষণার দাবি জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘এসব নির্বাচনে যারা নির্বাচিত হয়েছিলেন তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। একইসঙ্গে তারা যেন ২৪-পরবর্তী বাংলাদেশে কোনোভাবেই প্রাসঙ্গিক হতে না পারেন ও নির্বাচনে অংশ নিতে না পারেন সেজন্য আইনি ব্যবস্থা নিতে হবে।’