এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে মঙ্গলবার।
এ বছর উচ্চ মাধ্যমিকে ১১টি বোর্ডে গড় পাসের হার ৭৭.৭৮ শতাংশ।
ঢাকা শিক্ষা বোর্ডে ব্রিফিংয়ে এসব তথ্য জানান আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।
সার্বিক ফল
তপন বলেন, ‘এ রেজাল্টের যে পরিসংখ্যান ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের, মোট ১১টি শিক্ষা বোর্ডের মধ্যে আমাদের মোট অংশগ্রহণকারী পরীক্ষার্থী ছিল ১৩ লক্ষ ৩১ হাজার ৫৮ জন। এর মধ্যে ছাত্র ছিল ৬ লক্ষ ৬৬ হাজার ১৩ জন; ছাত্রী ছিল ৬ লক্ষ ৬৫ হাজার ৪৫ জন। তার মধ্যে উত্তীর্ণ হয়েছে ১০ লক্ষ ৩৫ হাজার ৩০৯ জন, যার মধ্যে ছাত্র হলো পাঁচ লাখ তিন হাজার ৫৯৫ জন এবং ছাত্রী হলো ৫ লাখ ৩১ হাজার ৭১৪ জন।
‘আমাদের ১১টি বোর্ডের পাসের হার ৭৭ দশমিক ৭৮ (শতাংশ), যার মধ্যে ছাত্র পাস করেছে ৭৫.৬১ শতাংশ এবং ছাত্রী পাস করেছে ৭৯.৯৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে সর্বমোট ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন, যার মধ্যে ছাত্র ৬৪ হাজার ৯৭৮ জন এবং ছাত্রী হলো ৮০ হাজার ৯৩৩ জন।’
তিনি বলেন, ‘আমাদের ১১টি বোর্ডে মোট কেন্দ্র ছিল ২ হাজার ৬৯৫টি এবং মোট প্রতিষ্ঠান ছিল ৯ হাজার ১৯৭টি। এটা হলো আমাদের আন্তবোর্ডের সামগ্রিক যে ফলাফল।’
৯ সাধারণ শিক্ষা বোর্ডের ফলের চিত্র
ঢাকা বোর্ড চেয়ারম্যান বলেন, ‘আমাদের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, তার মধ্যে সর্বমোট ছাত্র-ছাত্রী ছিল ১১ লক্ষ ৩১ হাজার ১১৮ জন, যার মধ্যে ছাত্র হলো ৫ লাখ ৩৬ হাজার ৮২৫ জন। ছাত্রী হলো ৫ লাখ ৯৪ হাজার ২৯৩ জন। পাস করেছে ৮ লক্ষ ৫৪ হাজার ৬৪৪ জন, যার মধ্যে ছাত্র হলো তিন লাখ ৮৯ হাজার ৪৭০ জন এবং ছাত্রী হলো ৪ লাখ ৬৫ হাজার ১৭৪ জন।
‘৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৭৫.৫৬ শতাংশ, যার মধ্যে ছাত্র ৭২.৫৫ শতাংশ এবং ছাত্রী হলো ৭৮.২৭ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ১ লাখ ৩১ হাজার ৩৭৬ জন, যার মধ্যে ছাত্র পেয়েছে ৫৮ হাজার ৫৮৮ জন এবং ছাত্রী পেয়েছে ৭২ হাজার ৭৮৮ জন।’
তিনি বলেন, ‘আমাদের মোট কেন্দ্র হলো ১ হাজার ৫৬৬টি এবং মোট প্রতিষ্ঠান হলো ৪ হাজার ৬৯৮টি।’
মাদ্রাসা শিক্ষা বোর্ডের ফল
তপন কুমার সরকার বলেন, ‘আমাদের মাদ্রাসা শিক্ষা বোর্ডে সর্বমোট ছাত্র-ছাত্রী ছিল ৮৫ হাজার ৫৫৮ জন, যার মধ্যে ছাত্র ৪৬ হাজার ৪৩৩ জন এবং ছাত্রী ৩৯ হাজার ১২৫ জন। তার মধ্যে উত্তীর্ণ হয়েছে ৭৯ হাজার ৯০৯ জন, যার মধ্যে ছাত্র ৪২ হাজার ৭৯৩ জন; ছাত্রী ৩৭ হাজার ১১৬ জন। পাসের হার ৯৩.৪০ শতাংশ।
‘ছাত্র পাস করেছে ৯২.১৬ শতাংশ এবং ছাত্রী পাস করেছে ৯৪.৮৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে মোট ৯ হাজার ৬১৩ জন, যার মধ্যে ছাত্র পেয়েছে ৪ হাজার ৮৬০ জন এবং ছাত্রী পেয়েছে ৪ হাজার ৭৫৩ জন। মোট কেন্দ্র ছিল ৪৫২টি এবং মোট প্রতিষ্ঠান ২ হাজার ৬৮৩টি।’
কারিগরি শিক্ষা বোর্ডের ফল
ঢাকা বোর্ড চেয়ারম্যান বলেন, ‘আমাদের কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (ভোকেশনাল), বিএম ডিপ্লোমা ইন কমার্স, এই পরীক্ষায় মোট ছাত্র-ছাত্রী ছিল ১ লাখ ১৪ হাজার ৩৮২ জন, যার মধ্যে ছাত্র ৮২ হাজার ৭৫৫ জন এবং ছাত্রী ৩১ হাজার ৬২৭ জন। উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৭৫৬ জন, যার মধ্যে ছাত্র ৭১ হাজার ৩৩২ জন, ছাত্রী ২৯ হাজার ৪২৪ জন।
‘পাসের হার ৮৮.০৯, যার মধ্যে ছাত্র ৮৬.২০ শতাংশ এবং ছাত্রী পাস করেছে ৯৩.০৩ শতংশ। জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৯২২ জন, যার মধ্যে ছাত্র পেয়েছে ১ হাজার ৫৩০ জন এবং ছাত্রী ৩ হাজার ৩৯২ জন। মোট কেন্দ্র ৬৭৭ এবং মোট প্রতিষ্ঠান ১ হাজার ৮১৬টি।’
বিগত বছরের সঙ্গে তুলনামূলক পরিসংখ্যান
তপন কুমার সরকার বলেন, ‘আমাদের ২০২৩ সালে সম্মিলিত পাসের হার ছিল ৭৮.৬৪। এ বছর পাসের হার ৭৭.৭৮ শতাংশ। এক শতাংশেরও কম কমেছে পাসের হার। আর ২০২৩ সালে আমাদের জিপিএ-৫ ছিল ৯২ হাজার ৫৯৫ জন।
‘এ বছর জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন, দ্যাট ইজ আমাদের জিপিএ-৫-এর সংখ্যা অনেক বেড়েছে।’
তিনি বলেন, ‘শতভাগ পাস করা প্রতিষ্ঠান ২০২৩ সালে ছিল ৯৫৩টি। আর ২০২৪ সালে এসেছে ১ হাজার ৩৮৮। বেড়েছে, কিন্তু শূন্য পাস করা প্রতিষ্ঠান ২০২৩ সালে ছিল ৪২টি। এ বছর এসেছে ৬৫টি। দ্যাট ইজ এটা বেড়ে গেছে; শূন্য পাস করা প্রতিষ্ঠান।’
ফল পুনঃনিরীক্ষণ
ঢাকা বোর্ড চেয়ারম্যান বলেন, ‘আপনারা জানেন যে, আমাদের রেজাল্ট প্রকাশের পরপরই রিস্ক্রুটিনির (পুনঃনিরীক্ষণ) জন্য আবেদন করতে হয়। সেটা আমাদের আগামীকাল (বুধবার) থেকে, ১৬.১০.২০২৪ তারিখ থেকে শুরু হয়ে ২২.১০.২০২৪ তারিখ পর্যন্ত চলবে। এসএমএসের মাধ্যমে আমাদের এ আবেদন গ্রহণ করা হবে।’
বিদেশ কেন্দ্র
তপন কুমার সরকার বলেন, ‘বিদেশ কেন্দ্রে আমাদের মোট পরীক্ষার্থী ছিল ২৮২ জন। উত্তীর্ণ পরীক্ষার্থী ২৬৯ জন। অনুত্তীর্ণ ১৩ জন।
‘পাসের মোট হার ৯৫.৩৯ শতাংশ। শতভাগ পাস করা প্রতিষ্ঠান তিনটি। আর কেন্দ্রে সংখ্যা ছিল আটটি।’