চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রক্টর, নয়টি অনুষদের ডিন ও বিভিন্ন হলের প্রভোস্ট নিয়োগ দেয়া হয়েছে।
ডিন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত অথবা পুনরাদেশ না দেয়া পর্যন্ত নিয়োগকৃতরা ডিনের দায়িত্ব পালন করবেন।
অপরদিকে প্রক্টর ও বিভিন্ন হলের প্রভোস্টরা যোগদানের তারিখ থেকে আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
রোববার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ স্বাক্ষরিত ভিন্ন ভিন্ন বিজ্ঞপ্তির মাধ্যমে এসব নিয়োগ দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মেয়াদ শেষ হওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নয়টি অনুষদের ডিনদের অব্যাহতি দিয়ে নতুন ডিন নিয়োগ দেয়া হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ।