রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২৫তম উপাচার্য হিসেবে একই প্রতিষ্ঠানের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সালেহ হাসান নকীবকে নিয়োগ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপ-সচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে রাজশাহী বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর আর্টিকেল ১১ (২) অনুযায়ী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সালেহ হাসান নকীবকে সাময়িকভাবে উপাচার্য পদে উল্লিখিত শর্তে নিয়োগ দেয়া হলো।
শর্তগুলো হলো- উপাচার্য পদে এ নিয়োগ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। এই পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন। তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
অধ্যাপক সালেহ হাসান নকিব রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে ১৯৯৫ সালে স্নাতক ও ১৯৯৭ সালে স্নাতকোত্তর শেষে ১৯৯৮ সালে একই বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। ২০০৩ সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি।
অধ্যাপক নকিবের দুটি বইয়ের চ্যাপ্টার, আন্তর্জাতিক স্বনামধন্য জার্নালে ১৭০টি পাবলিকেশন্স ও সাতটি কনফারেন্সে যোগ দিয়েছেন। ২০১১ সালে তিনি অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন।
অধ্যাপক নকীব শিক্ষা ও কর্মজীবনে কমনওয়েলথ ও আইসিটিপি স্কলারশিপ, বাংলা একাডেমি অব সায়েন্সের ২০০৭ সালে জুনিয়র ও ২০১৯ সালে সিনিয়র গোল্ড মেডালিস্ট হিসেবে স্বীকৃতি পান।
২০০৮ সালে দ্য ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্স থেকে ইয়াং সায়েন্টিস্ট অফ দ্য ইয়ার, ২০১৮ ও ২০২১ সালে সেরা গবেষক হিসেবে ডিন অ্যাওয়ার্ড এবং ২০২২ সালে মেরিট ভিত্তিতে নির্বাচিত দ্য ওয়ার্ল্ড একাডেমি অফ সএয়ন্সের নির্বাচিত ফেলোসহ সর্বমোট ১৮টি স্বীকৃত অর্জন রয়েছে এই শিক্ষাবিদের।
অধ্যাপক নকীব ছাত্র আন্দোলনের সময় ও পূর্ববর্তী সরকালের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করেন।
এর আগে গত মাসের ৮ তারিখে ছাত্রদের দাবির মুখে পদত্যাগ করেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।