বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঢাবি উপাচার্য হিসেবে নিয়াজ আহমেদ খানকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

  • প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়   
  • ২৭ আগস্ট, ২০২৪ ১৪:৫৯

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব শাহীনুর ইসলাম প্রজ্ঞাপনে সই করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য হিসেবে প্রতিষ্ঠানটির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক নিয়াজ আহমেদ খানকে নিয়োগ দিয়ে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব শাহীনুর ইসলাম প্রজ্ঞাপনে সই করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশে, ১৯৭৩-এর আর্টিকেল ১১ (২) অনুযায়ী প্রফেসর নিয়াজ আহমেদ খান, পিএইচডি, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়কে উক্ত বিশ্ববিদ্যালয়ে সাময়িভাবে উপাচার্য পদে নিম্নোক্ত শর্তে নিয়োগ প্রদান করা হলো।

‘(ক) উপাচার্য পদে এ নিয়োগ যোগদানের তারিখ হতে কার্যকর হবে। (খ) উপর্যুক্ত পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন। (গ) তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। (ঘ) তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন এবং (ঙ) মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।’

অধ্যাপক নিয়াজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। ঢাবির শীর্ষ কর্মকর্তা হওয়ার আগে তিনি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।

অধ্যাপক নিয়াজের উপাচার্য হওয়াকে স্বাগত জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষকদের অনেকে।

তাদের একজন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন, ‘নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় ড. নিয়াজকে অভিনন্দন। তার একটি সুদীর্ঘ উজ্জ্বল শিক্ষাগত ক্যারিয়ার আছে। তিনি রাজনীতিবিদদের চেয়ে শিক্ষাবিদদের প্রকৃত প্রতিনিধি।’

অধ্যাপক মিজান বলেন, ‘রাজনৈতিক শিক্ষকদের থাবায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক পরিবেশ সংকুচিত এবং কিছুটা কলুষিত। বিদ্বান এই অধ্যাপক নিরপেক্ষ অবস্থানে থেকে উনার অ্যাকাডেমিক শিক্ষা এবং প্রশাসনিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারবেন বলে আমাদের প্রত্যাশা।’

তিনি আরও বলেন, ‘আমার বিশ্বাস, সকল সংকীর্ণ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বাদ দিয়ে তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শক্তিশালী অ্যাকাডেমিক নেতৃত্বের মাধ্যমে পরিচালনা করবেন। বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকলেই নতুন উপাচার্যের কার্যক্রমে সহযোগিতা করবেন।’

অধ্যাপক নিয়াজ আহমেদ খান ১৯৮৯ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ থেকে স্নাতক এবং পরের বছর একই বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন।

ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড, ইউনিভার্সিটি অফ ওয়েলস সোয়ানসি, এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে উচ্চ শিক্ষাগ্রহণ ও গবেষণা করা অধ্যাপক খান দীর্ঘদিন ধরে বাংলাদেশ, থাইল্যান্ড ও যুক্তরাজ্যে অ্যাকাডেমিক ও কার্যকরী ডেভেলপমেন্ট ম্যানেজমেন্টের উন্নয়নে অবদান রাখছেন।

এর আগে ২০২৩ সালের ১৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ২৯তম উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। পরে কোটা সংস্কার আন্দোলনে ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় শিক্ষার্থীরা তার পদত্যাগ দাবি করলে তিনি গত ১০ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠিয়ে পদত্যাগ করেন।

এ বিভাগের আরো খবর