জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার পদত্যাগ করেছেন।
সোমবার ব্যক্তিগত ই-মেইলের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন তারা। বিষয়টি ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন-২) এ বি এম আজিজুর রহমান (রুটিন রেজিস্ট্রার) নিশ্চিত করেছেন।
রোববার (১৮ আগস্ট) শিক্ষার্থীরা তাদের দুজনের পদত্যাগের দাবিতে কার্যালয়ের দেয়ালে থাকা নামফলক সরিয়ে দরজায় তালা ঝুলিয়ে দেয়ার পর আজ তারা পদত্যাগ করেছেন। তারা দুজনই দেশের উদ্ভূত পরিস্থিতির কারণে পদত্যাগ করেছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন।
পৃথক পদত্যাগপত্রে উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ উল্লেখ করেছেন, স্ব স্ব পদে যোগদানের পর তারা নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। দেশের উদ্ভূত পরিস্থিতির কারণে তারা ওই পদ থেকে পদত্যাগ করেছেন।
এর আগে ৭ আগস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম ও চুক্তিভিত্তিক রেজিস্ট্রার আবু হাসান পদত্যাগ করেন। এরপর ১১ আগস্ট পদত্যাগ করেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ মোস্তফা ফিরোজ।