বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

খুবি উপাচার্যের পদত্যাগ ঠেকাতে শিক্ষার্থীদের বিক্ষোভ

  • প্রতিবেদক, খুলনা   
  • ১৮ আগস্ট, ২০২৪ ২৩:৪৯

শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন বলেন, ‘আমার শিক্ষকতা জীবনের এটি একটি বড় পাওয়া। তোমরা যে বিষয় নিয়ে আসছ তা আমি ভেবে দেখব।’

‘খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উপাচার্য পদত্যাগ করছেন’- এমন খবর ছড়িয়ে পড়ায় উপাচার্য যাতে পদত্যাগ না করেন সেই দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন।

রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে সমাবেত হয়ে শত শত শিক্ষার্থী নানা স্লোগানে বিক্ষোভ শুরু করেন।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ও পরিসংখ্যান ডিসিপ্লিনের শিক্ষার্থী জহুরুল তানভীর বলেন, ‘আমাদের একটাই দাবি- উপাচার্যের পদত্যাগ কোনো অবস্থাতেই মেনে নেব না। উপাচার্য বিশ্ববিদ্যালয়কে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য যেভাবে কাজ করছেন সেভাবে কাজ চালিয়ে যাবেন। তাতে যদি কোনো বাধা আসে আমরা তা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবো।

‘উপাচার্যের পদত্যাগ বিষয়ে যদি অভ্যন্তরীণ বা বাইরের কোনো চাপ থাকে তাও শিক্ষার্থীরা প্রতিহত করবে। প্রয়োজনে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেয়া হবে। উপাচার্য যাতে পদত্যাগে বাধ্য না হন- এ বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য আমরা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করছি।’

শিক্ষার্থীরা এক পর্যায়ে উপাচার্যের কক্ষে প্রবেশ করেন এবং তিনি কেন পদত্যাগ করতে চান তা জানতে চান। পরে উপাচার্য প্রশাসন ভবনের নিচে নেমে প্রবেশদ্বারে উপস্থিত শিক্ষার্থীদের সামনে উপস্থিত হন।

শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন বলেন, ‘আমার শিক্ষকতা জীবনের এটি একটি বড় পাওয়া। তোমরা যে বিষয় নিয়ে আসছ তা আমি ভেবে দেখব।’

এ বিভাগের আরো খবর