দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান আগামীকাল রোববার থেকে খুলে দিয়ে শ্রেণি কার্যক্রম শুরুর নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর আগে গত বুধবার দেশের সব প্রাথমিক বিদ্যালয় খুলে দেয়া হয়।
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান আজ রোববার থেকে খুলে দিয়ে শ্রেণি কার্যক্রম শুরুর নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর আগে গত বুধবার দেশের সব প্রাথমিক বিদ্যালয় খুলে দেয়া হয়।
গত ১৫ আগস্ট মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব মোসাম্মৎ রহিমা আক্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছিল।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশনার পরিপ্রেক্ষিতে আগামী ১৮ আগস্ট রোববার থেকে দেশের শিক্ষা প্রতিষ্ঠানসমূহ খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে।