বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ শনিবার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘সদ্য নিয়োগপ্রাপ্ত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আশফাকুল ইসলাম ফ্যাসিবাদের দোসর। আজ সন্ধ্যা ৬টার মধ্যে সৈয়দ রিফাত হোসেনকে প্রধান বিচারপতি নিয়োগ করতে হবে।’
সদ্য নিয়োগপ্রাপ্ত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আশফাকুল ইসলামকেও প্রত্যাখ্যান করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
আন্দোলনকারীরা বলছেন, ‘মো. আশফাকুল ইসলাম ফ্যাসিবাদের দোসর।’
প্ল্যাটফর্মটির অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ শনিবার বিকেল ৪টা ২৫ মিনিটে এক ফেসবুক পোস্টে এই ঘোষণা দেন।
পোস্টে হাসনাত লিখেছেন, ‘অনতিবিলম্বে সন্ধ্যা ৬টার মধ্যে সৈয়দ রিফাত হোসেনকে প্রধান বিচারপতি নিয়োগ করতে হবে।’
এ সময় তিনি ঢাকার সব ছাত্র-নাগরিককে হাইকোর্টের সামনে শিক্ষা চত্বরে মার্চ করার আহ্বান জানান।