বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি পালনকালে রাজধানীর বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ ও পুলিশের সংঘর্ষ-হামলায় গুলিবিদ্ধসহ দেড় শতাধিক আহতকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে পাঁচজন মারা গেছেন।
আহত অনেককে চিকিৎসা পর ছেড়ে দেয়া হলেও ৩৬ জনকে হাসপালে ভর্তি করা হয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ১১৭ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছিল।
এদিকে ঢামেকে মারা যাওয়া পাঁচজনের মরদেহ হাসপাতাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যান শিক্ষার্থীরা। সেখান থেকে মরদেহ নিয়ে তারা মিছিল বের করেন।
মিছিলটি টিএসসি হয়ে শাহবাগে পৌঁছলে সেখানে আগে থেকে অবস্থান নেয়া আন্দোলনকারীরা মরদেহ দেখে উত্তেজিত হয়ে ওঠেন। এসময় তাদের একটি দল শাহবাগ থানায় ইটপাটকেল ছুড়ে মারেন। কয়েক মিনিট ইট ছোড়ার পর তারা শাহবাগ মোড়ের দিকে এগিয়ে গেলে থানা থেকে পুলিশ বের হয়ে টিয়ারগ্যাস, সাউন্ড গ্রেনেড আর রাবার বুলেট ছুঁড়লে ছত্রভঙ্গ হয়ে যান আন্দোলনকারীরা।
আন্দোলনকারীদের দাবি, পুলিশ টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেডের পাশাপাশি তাজা গুলিও ছুড়েছে। এতে তাদের কয়েকজন আহত হয়েছে।
আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে বর্তমানে পুলিশ থানার সামনে অবস্থান নিয়েছে।