বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে ডাকা অসহযোগ আন্দোলনে রাজধানী ঢাকায় বিভিন্ন স্থানে ব্যাপক সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটেছে। আওয়ামী লীগ ও পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের এসব সংঘর্ষে আহতদের মধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়েছে কমপক্ষে ৮০ জনকে।
ঢামেক জরুরি বিভাগের আগতদের অধিকাংশই বুলেটবিদ্ধ হয়েছেন। আহতদের অনেকে মাথাসহ শরীরের বিভিন্ন অংশে গুলিবিদ্ধ হয়েছেন। এদের মধ্যে এক শিক্ষার্থী মারা গেছেন। আহতদের মধ্যে আরও ৭/৮ জনের অবস্থা আশঙ্কাজনক।
গুলিবিদ্ধ হয়ে নিহত শিক্ষার্থীর নাম আবদুল হক সিদ্দিকী। তিনি রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে বিবিএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। জিগাতলায় বিক্ষোভ মিছিল করার সময় প্রতিপক্ষের গুলিতে তিনি নিহত হন।
বিকেল সোয়া চারটার দিকে এই প্রতিবেদন লেখার সময়ও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আহতদের ঢামেক হাসপাতালে আনা হচ্ছিল।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।