বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে আবারও অশান্ত হয়ে উঠেছে রাজধানীর মিরপুর ১০ নম্বর। ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ চলছে। এ সময় কমপক্ষে দশজন গুলিবিদ্ধ হয়েছেন।
আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা রোববার সকাল থেকে মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় জড়ো হতে শুরু করে। আন্দোলনরত শিক্ষার্থীরাও এখানে সংগঠিত হতে থাকে। এক পর্যায়ে দুপক্ষে শুরু হয় সংঘর্ষ।
প্রত্যক্ষদর্শীর কয়েকজন বলেন, মিরপুর ১০ নম্বরে আইডিয়াল স্কুল ও আশপাশ এলাকা ঘিরে সংঘর্ষকালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা আন্দোলনকারীদের দিকে গুলি ছোড়ে। এ সময় সেখানে অন্তত ১০ জন গুলিবিদ্ধ হন।
গুলিবিদ্ধ কয়েকজনকে অ্যাম্বুলেন্সে করে মিরপুর ১১ নম্বরে অবস্থিত ইসলামী ব্যাংক হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদেরকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
একজন প্রত্যক্ষদর্শী এ সময় বলেন, ‘গুলিবিদ্ধদের মধ্যে যাদেরকে হাসপাতালে আনা হয়েছে তাদের অবস্থা বেশ খারাপ।
মিরপুর ১০ নম্বরে এক শিক্ষার্থী নিউজবাংলাকে বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে আবার ক্যাডার বাহিনী হামলা করল। আমরা এর বিচার চাই।’