বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নয় দফা দাবিতে আবারও খুলনার রাজপথে নেমে এসেছেন শিক্ষার্থীরা। খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) প্রধান ফটকের সামনে পুলিশ ও শিক্ষার্থীরা মুখোমুখি নিয়েছে। তবে এক পর্যায়ে শিক্ষার্থীদের দাবি মুখে পিছু হটে পুলিশ।
শুক্রবার জুমার নামাজের পর বেলা ৩টার দিকে শিক্ষার্থীরা খুলনার রাজপথে নেমে আসেন। এ সময় তারা সাম্প্রতিক কোটা আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর পুলিশ, র্যাব ও বিজিবির হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।
খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে অগ্রসর হলে পুলিশ তাদের বাধা দেয়। বাধা উপেক্ষা করে শিক্ষার্থীরা মিছিল নিয়ে ক্যাম্পাস থেকে রওনা হন। শিক্ষার্থীরা ক্যাম্পাসের মূল ফটকের বাইরে আসার পর বিপুলসংখ্যক পুলিশ তাদের সামনে বাধা হয়ে দাঁড়ায়।
এক পর্যায়ে পুলিশ ও শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান নেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে বিপুলসংখ্যক শিক্ষার্থীদের সমস্বরে দাবির মুখে পিছু হটতে বাধ্য হয় পুলিশ।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিকেলে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে প্রাক্তন ছাত্রদের আহ্বানে ছাত্র-শিক্ষক-জনতার প্রগতিবাদী গান ও স্লোগান এবং সমাবেশ অনুষ্ঠিত হবে।