বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঠাকুরগাঁওয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণ

  • প্রতিনিধি, ঠাকুরগাঁও   
  • ১ আগস্ট, ২০২৪ ২২:১৫

শহীদ মিনারে ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’ ব্যানার টানিয়ে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে স্মরণ অনুষ্ঠান শুরু হয়। এরপর কবিতা আবৃত্তি, দেশের চলমান পরিস্থিতি অবলম্বনে নাটক উপস্থাপন এবং দেশ ও মুক্তিযুদ্ধের গান পরিবেশন করা হয়।

চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থীদের স্মরণ করেছেন ঠাকুরগাঁও জেলার সাধারণ শিক্ষার্থীরা। ঠাকুরগাঁও কেন্দ্রীয় শহীদ মিনারে এই স্মরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি অনেক অভিভাবকও উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বড় মাঠে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে চলেছে।

শহীদ মিনারে ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’ ব্যানার টানিয়ে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে স্মরণ অনুষ্ঠান শুরু হয়। এরপর কবিতা আবৃত্তি, দেশের চলমান পরিস্থিতি অবলম্বনে নাটক উপস্থাপন এবং দেশ ও মুক্তিযুদ্ধের গান পরিবেশন করা হয়।

‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’ ব্যানার টানিয়ে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে স্মরণ অনুষ্ঠান শুরু হয়। ছবি: নিউজবাংলা

এছাড়াও মোমবাতি প্রজ্বালন ও স্ক্রিনে চলমান পরিস্থিতির দৃশ্য পরিবেশন করা হয়। অনুষ্ঠানের মাঝে আন্দোলনের পক্ষে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। কেন্দ্র ঘোষিত নির্দেশনা অনুযায়ী তারা কর্মসূচি পালন করে যাবেন।

স্মরণ অনুষ্ঠানে উপস্থিত এক অভিভাবক বলেন, ‘আমি একজন গৃহিণী। আমার মনে হচ্ছে আমাদের সন্তানরা দেশটাকে শান্ত করতে চায়। তাদের দাবি যৌক্তিক। যে হত্যাকাণ্ড হয়েছে এর বিচার হতে হবে। আমার সন্তান সত্য কথাগুলো বলছে। আমি তাদের স্লোগান শুনেছি; আবৃত্তি, নাটক, গান শুনেছি। এমনকি তাদের কথাগুলোও শুনছি।

‘প্রত্যাশা করি আইন-শৃঙ্খলা বাহিনী আমাদের আন্দোলনরত সন্তানদের নিরাপত্তা দেবে। আমরা সহযোগিতা করব। আমরা অভিভাবকরা কোনো সংঘর্ষ চাই না। আমরা চাই না আমাদের সন্তানদের ওপর কোনো আঘাত আসুক।’

এদিকে বড় মাঠের চারপাশে পোশাক ও সাদা পোশাকে আইন-শৃঙ্খলা বাহিনীর উল্লেখযোগ্যসংখ্যক সদস্যের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

এ বিভাগের আরো খবর