বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘শিক্ষার্থীরাই এ প্রজন্মের মুক্তিযোদ্ধা’

  • প্রতিনিধি, চবি   
  • ৩১ জুলাই, ২০২৪ ১৯:৩৯

সহযোগী অধ্যাপক শহীদুল হক বলেন, ‘১৯৭১ সালের ১০ এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্রে যে তিনটি আদর্শের কথা বলা হয়েছিল তার প্রথমটি হচ্ছে সাম্য। আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মূল কথাও সেটা। তাহলে কেন তাদের বুকে গুলি করা হলো? ওরাই এ প্রজন্মের মুক্তিযোদ্ধা।’

বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের হত্যা, গ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মানববন্ধন করেছেন অর্ধশতাধিক শিক্ষক।

নিপীড়নবিরোধী শিক্ষক ঐক্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে ফাইন্যান্স বিভাগের অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফের সঞ্চালনায় মানববন্ধনে শিক্ষকদের অনেকে বক্তব্য দেন।

কর্মসূচিতে অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শহীদুল হক বলেন, ‘মুক্তিযুদ্ধের আদর্শের কথা আমরা বার বার বলি। কিন্তু ১৯৭১ সালের ১০ এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্রে যে তিনটি আদর্শের কথা বলা হয়েছিল তার প্রথমটি হচ্ছে সাম্য।

‘আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মূল কথাও সেটা। এটা তো মুক্তিযুদ্ধের চেতনা। স্বাধীনতার চেতনা। এটি বাস্তবায়নের জন্যই তারা মাঠে নেমেছে। তাহলে কেন তাদের বুকে গুলি করা হলো? কেন তাদের রাজাকার বলা হলো? ওরাই এ প্রজন্মের মুক্তিযোদ্ধা।’

মানববন্ধন শেষে চবি ক্যাম্পাসে মৌন মিছিল করেন শিক্ষকরা। ছবি: নিউজবাংলা

ফাইন্যান্স বিভাগের অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, ‘দেশকে আজ নরকে পরিণত করা হয়েছে। একটা শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে যারা গুলি চালাল, আমরা তাদের বিচার চাই।’

রসায়ন বিভাগের অধ্যাপক জয়নুল আবেদীন সিদ্দিকী বলেন, ‘যে বর্বরতা হয়েছে সেটি এই প্রজন্ম দেখেনি, এর আগের প্রজন্মও দেখেনি। আমাদের করের টাকায় পরিচালিত বাহিনীকে গুলি চালানোর হুকুম কারা দিয়েছে, তা জানতে চাই। প্রতিটি হত্যার নিরপেক্ষ বিচার করতে হবে।’

মানববন্ধন শেষে শিক্ষকরা মৌন মিছিল করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে শুরু হয়ে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিপীড়ন বিরোধী শিক্ষক ঐক্য এর আগে মঙ্গলবার এক বিবৃতিতে সাম্প্রতিক সময়ে বৈষম্যবিরোধী আন্দোলনে নিরীহ ছাত্র-ছাত্রীদের গুলি করে হত্যা করা, তাদের ওপর নারকীয় তাণ্ডব চালানো, সরকার ও প্রশাসনের মিথ্যাচার এবং নিরীহ ছাত্রছাত্রীদের গণহারে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এ বিভাগের আরো খবর