বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চট্টগ্রামে আদালত চত্বরে বিক্ষোভ, উত্তেজনা

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৩১ জুলাই, ২০২৪ ১৮:১০

বন্দর নগরীর লালদীঘির পাড় এলাকায় জেলা পরিষদ ভবনের সামনের সড়কে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। তাদের সঙ্গে আইনজীবীদের একটি দল যোগ দেয়। পরে তারা মিছিল নিয়ে আইনজীবী ভবনের দিকে এগুতে থাকে।

দেশব্যাপী ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির অংশ হিসেবে ৯ দফা দাবিতে চট্টগ্রাম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ করেছেন কোটা সংস্কার দাবিতে আন্দোলনকারীরা।

ইউএনবি জানায়, বুধবার দুপুরে বন্দর নগরীর আদালত চত্বরে পুলিশি ঘেরাওয়ের মধ্যেই আন্দোলনরত শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। এ ঘটনায় আদালত চত্বর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এর আগে বুধবার সকাল সাড়ে ১১টায় নগরের কোতোয়ালি থানার লালদীঘির পাড় এলাকায় জেলা পরিষদ ভবনের সামনের সড়কে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এতে আশপাশের এলাকাজুড়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দিয়ে তাদের সমর্থন জানান কিছু আইনজীবী। এসময় আন্দোলনকারীদের রাস্তা ছেড়ে দিতে আধ ঘণ্টার আল্টিমেটাম দেয় পুলিশ।

এরপর আইনজীবীদের একটি দল মিছিল নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে যোগ দেয়। পরে শিক্ষার্থী ও আইনজীবীদের সম্মিলিত মিছিলটি স্লোগান দিতে দিতে আইনজীবী ভবনের দিকে এগুতে থাকে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে ছিলেন চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আ স ম মাহতাব উদ্দিন, কোতোয়ালি জোনের সহকারী কমিশনার অতনু চক্রবর্তী ও কোতোয়ালি থানার ওসি ওবায়দুল হক।

সারাদেশে শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যার প্রতিবাদে ৯ দফা দাবি আদায়ে আন্দোলনকারীদের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার রাতে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির ডাক দেয়া হয়।

এ বিভাগের আরো খবর