বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক সারজিস আলম এবং হাসনাত আবদুল্লাহকেও পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ‘নিরাপত্তাজনিত কারণে’ হেফাজতে নিয়েছে।
ডিবির অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. জুনায়েদ আলম সরকার গতকাল শনিবার সন্ধ্যায় সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই দুজনের ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে এবং সাম্প্রতিক ঘটনার ব্যাপারে জানার জন্য তাদেরকে হেফাজতে নেয়া হয়েছে।
এর আগে শুক্রবার অপর তিন সমন্বয়ক আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও নাহিদ ইসলামকে হাসপাতাল থেকে ‘নিরাপত্তা হেফাজতে’ নেয় ডিবি পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার প্রধান হারুন অর রশীদ বলেছেন, ‘জামায়াতে ইসলামীর নেতাদের এবং গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূরের সঙ্গে তাদের আলোচনা হয়েছে কি না তা যাচাই করতে ডিবি তাদের হেফাজতে নিয়েছে।’
তিনি বলেন, ‘নূর ও আরও কয়েকজন নেতা এর আগে আমাদের বলেছিলেন যে তারা কোটা সংস্কার আন্দোলনের নেতাদের সঙ্গে কথা বলেছেন। সে কারণেই নূর ও অন্যদের সঙ্গে কী আলোচনা হয়েছে তা জানতে আমরা তিন সমন্বয়ককে আটক করেছি।’
‘এছাড়া তাদের পরিবার তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিল। তাদের নিরাপদ রাখতে আমরা তাদেরকে আমাদের হেফাজতে নিয়েছি,’ যোগ করেন হারুন অর রশীদ।