কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মিরপুর এলাকায় সংষর্ঘ চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থী। আহসান হাবিব তামিম নামের ওই শিক্ষার্থীর এমন অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গভীর শোক প্রকাশ করেছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযাগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক এবং ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. তানভীর আহসান স্বাক্ষরিত এক শোক বার্তায় এসব তথ্য জানানো হয়।
শোকবার্তায় বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগর ২০২২-২৩ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী আহসান হাবিব তামিম ১৯ জুলাই শুক্রবার ঢাকার মিরপুর ১০ নম্বর এলাকায় সংষর্ঘ চলাকালে গুলিবিদ্ধ হন। পরবর্তীতে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শোকবার্তায় আরও বলা হয়েছে, তার অকাল মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও বিশ্ববিদ্যালয় পরিবার গভীর শোক প্রকাশ করেছে এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
শিক্ষার্থী তামিমের মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম এবং ট্রেজারার অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর চৌধুরী গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।
নিহত তামিমের বাবার নাম আব্দুল মানান। তার গ্রামের বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলার পরকোট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব শোশালিয়ায়। শনিবার সকালে নিজ গ্রামের বাড়িতে তার দাফন সম্পন্ন হয়।
ওদিকে ছেলে হারানোর শোকে মুহ্যমান তামিমের বাবা আব্দুল মানান বলেন, ‘আমার অনেক সাধনার ফল এভাবে হারিয়ে যাবে তা আমি কখনো ভাবিনি।’