বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ববি শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে মহাসড়ক ছাড়ল আইন-শৃঙ্খলা বাহিনী

  • প্রতিনিধি, ববি   
  • ১৮ জুলাই, ২০২৪ ১৬:৫০

ক্যাম্পাস থেকে বেরিয়ে মহাসড়কে অবস্থান নিয়ে পুলিশ, বিজিবি ও র‍্যাব সদস্যদের ঘিরে ধরেন শিক্ষার্থীরা। পরে কোণঠাসা হয়ে ক্যাম্পাসের সামনের সড়ক ছেড়ে চলে যান তারা। এ সময় তাদেরকে শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতু পর্যন্ত এগিয়ে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের তোপের মুখে ক্যাম্পাসের সামনের মহাসড়ক ছেড়ে চলে গেছে আইন-শৃঙ্খলা বাহিনী। এর আগে শিক্ষার্থীদের কর্মসূচিতে বাধা দিয়ে তাদের তোপের মুখে পড়ে তারা।

শিক্ষার্থীরা তাদের চারদিক থেকে ঘিরে ধরলে টিয়ার শেল, রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। রাবার বুলেট ও টিয়ার শেলে ২৫ শিক্ষার্থী আহত হন।

বৃহস্পতিবার দুপুর ১২টা ২০ মিনিটের মধ্যে মহাসড়ক থেকে পুলিশকে সরে যেতে আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা। নির্ধারিত সময়ে পুলিশ সরে না গেলে ক্যাম্পাস থেকে ইটপাটকেল ছুড়তে শুরু করেন শিক্ষার্থীরা।

এ সময় আশপাশের দোকানপাটে অবস্থান নেন পুলিশ সদস্যরা। পরে ক্যাম্পাস থেকে বেরিয়ে মহাসড়কে অবস্থান নিয়ে পুলিশকে ঘিরে ধরেন শিক্ষার্থীরা। পরে কোণঠাসা হয়ে ক্যাম্পাসের সামনের সড়ক ছেড়ে চলে যান পুলিশ, বিজিবি ও র‍্যাব সদস্যরা। এ সময় তাদেরকে শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতু পর্যন্ত এগিয়ে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

এর আগে আন্দোলনকারী শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থানে ছিলেন র‍্যাব, পুলিশ, এপিবিএন ও বিজিবির সদস্যরা। শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালনে বাধা দেন তারা। পরে ১২টা ২০ মিনিট পর্যন্ত আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা। সে সময় পার হলেই সংঘর্ষ শুরু হয়।

এ বিভাগের আরো খবর