জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সব শিক্ষার্থীকে সংযত থাকার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার দুপুর ১টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সাদেকা হালিমের সভাপতিত্বে তার কার্যালয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়।
সভায় চলমান পরিস্থিতিতে যেসব ঘটনা ঘটেছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। উদ্ভূত পরিস্থিতিতে সবাইকে সংযত আচরণ করার জন্য অনুরোধ করা হয়।
সময় সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউটের পরিচালক, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, রেজিস্ট্রার, ছাত্র উপদেষ্টা এবং দপ্তর প্রধানবৃন্দ উপস্থিত ছিলেন।