রাজধানীতে ঢাকা কলেজের সামনে থেকে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে এই ঘটনা ঘটেছে।
ঢাকা কলেজের সামনের সড়কে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। সংঘর্ষের পর অজ্ঞাত এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় কলেজের গেটের সামনে পড়ে থাকতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা কলেজের গেটের সামনে ২৫ থেকে ২৬ বছর বয়সী একজন রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে ভ্যানগাড়িতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান শরীফ ও আকাশ মাহমুদ নামের দুই ব্যক্তি।
শরীফ ও আকাশ জানান, তারা মোটরসাইকেলে করে ঢাকা কলেজের সামনে দিয়ে যাচ্ছিলেন। সে সময় তারা রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে হাসপাতোলে নিয়ে যান।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া নিউজবাংলাকে বলেন, ‘ঢাকা কলেজের সামনে থেকে এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে এখানে জরুরি বিভাগে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক বিকেল সোয়া ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
‘নিহতের সারা শরীর রক্তাক্ত ছিল। ময়নাতদন্ত শেষে তার মৃত্যুর কারণ জানা যাবে।’