বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঢাবি ক্যাম্পাসে থেমে থেমে ধাওয়া-পাল্টাধাওয়া

  • প্রতিনিধি, ঢাবি   
  • ১৬ জুলাই, ২০২৪ ১৮:০২

ক্যাম্পাসে রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নিয়েছে ছাত্রলীগ। অপরদিকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন কেন্দ্রীয় শহিদ মিনারে। এই অবস্থানের মধ্যে দুপক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যামাপাসে ছাত্রলীগ ও আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে থেমে থেমে ধাওয়া-পাল্টাধাওয়া চলছে।

ক্যাম্পাসে রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নিয়েছে ছাত্রলীগ। অপরদিকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন কেন্দ্রীয় শহিদ মিনারে। এই অবস্থানের মধ্যে দুপক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।

আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগ দুপক্ষই তাদের পূর্বঘোষিত কর্মসূচি পালনের লক্ষ্যে ক্যাম্পাসে জমায়েত হয়েছেন।

ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে ঢাকা মহানগরের নেতাকর্মীরাও রয়েছেন। আর আন্দোলনকারীদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আছেন।

শহিদ মিনারে আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশে আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, ‘আমরা গতকাল পর্যন্ত কোনো লাঠিসোটা হাতে নেইনি। কিন্তু আমাদের বোনদের ওপর হামলা করা হয়েছে। আমরা আত্মরক্ষার জন্য আজ লাঠিসোটা হাতে নিয়েছি। যত কিছুই হয়ে যাক আমরা শহিদ মিনার প্রাঙ্গণ ছাড়ব না।’

এ সময় তিনি শিক্ষার্থীদের কাছ থেকে ওয়াদা নেন। এবং বলেন, ‘গতকাল আমাদের বোনদের ওপর যখন হামলা করা হয়েছে তখন আমরা অনেক ভাই পালিয়ে গিয়েছি। আজও কি আমরা পালিয়ে যাবো?’

জবাবে সমবেত শিক্ষার্থীদের সবাই সমস্বরে বলে ওঠেন- ‘না না।’

নাহিদ বলেন, ‘আমাদের বোনেরা হলে হলে অবস্থান নিয়ে আছেন। আমরা যদি তাদের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার করতে পারি তাহলে আমাদের বোনেরা হল থেকে সবাই চলে আসবেন।’

এদিকে রাজু ভাস্কর্যে প্রতিবাদ সমাবেশ করছে ছাত্রলীগ। সেখানে বক্তব্য রাখেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন।

তিনি বলেন, ‘এতদিন পর্যন্ত আমরা আন্দোলনকারীদের কোনো বাধা দেইনি। কিন্তু এখন এই আন্দোলন শিক্ষার্থীদের আন্দোলন নেই। এটি বিএনপি ও জামায়াত-শিবিরের সরকার পতনের আন্দোলন হয়ে গেছে। আমরা এগুলো বরদাষত করব না।’

এর আগে বিকেল সাড়ে ৩টায় আন্দোলনকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল থেকে বের হয়ে শহীদ মিনারের দিকে যাওয়ার পথে ভিসি চত্বরে দাঁড়িয়ে থাকা কয়েকটি বাস ভাংচুর করেন।

শিক্ষার্থীদের দাবি, এসব বাসে করে ছাত্রলীগের বহিরাগত নেতাকর্মীরা ক্যাম্পাসে এসেছেন। তাই এসব বাস ভাংচুর করা হয়েছে।

বাস ভাংচুরের শব্দ পেয়ে ভিসি চত্বরে আগে থেকেই অবস্থান নেয়া ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া করেন। এ সময় দুগ্রুপের মধ্যে কিছুক্ষণ ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। কিছ সময় পর আন্দোলনকারী শিক্ষার্থীরা ফুলার রোড হয়ে শহিদ মিনারের দিকে চলে যান। এ সময় সেখানে ককটেল বিস্ফোরণেরও শব্দ পাওয়া গেছে।

তিনজন গুলিবিদ্ধসহ কয়েকজন আহত

বিকেল ৫টা থেকে চানখাঁরপুল মোড়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ায় জড়িয়েছেন স্থানীয় ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মী। এসময় তিনজন শিক্ষার্থী গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া ইটের আঘাতে আহত হয়েছেন কয়েকজন।

আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়েছে। তাদের একজন আবদুল্লাহ সালেহীন অয়ন। তিনি আন্দোলনের সমন্বয়ক। আরেকজনের নাম শুভ। বাকিদের তাৎক্ষণিকভাবে বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।

ছাত্রলীগ-যুবলীগের এই গ্রুপটি অবস্থান করছে শেখ বোরহান উদ্দীন পোস্ট গ্র্যাজুয়েট কলেজের রোডে। আর শিক্ষার্থীদের আরেকটি অংশ অবস্থান করছে চানখাঁরপুল মোড়ের সামনে। এই দুই পক্ষের মধ্যে থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়া চললেও রাজু ভাস্কর্যে অবস্থান করছে ছাত্রলীগের আরেকটি অংশ। আর শহীদ মিনারে অবস্থান করছে আন্দোলনকারীদের বাকি অংশ।

সবশেষ খবর অনুযায়ী, শাহবাগ থেকে ছাত্রলীগের আরও একটি অংশ মিছিল নিয়ে এসে রাজু ভাস্কর্যে অবস্থানে যোগ দিচ্ছে।

এ বিভাগের আরো খবর