ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের মারামারি ও হামলার ঘটনার পর আগামীকাল মঙ্গলবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে কোটা আন্দোলনকারীরা।
সোমবার রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের বাইরের সড়কে আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম এই ঘোষণা দিয়েছেন।
এর আগে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে হওয়া অবস্থান কর্মসূচিতে আসা আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। যদিও ঘটনার সূত্রপাত বিজয় একাত্তর হলে হল ছাত্রলীগের মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক সাবাত আল ইসলামের ওপর হামলার মধ্য দিয়ে।
এই ঘটনার পর থেকে শুরু হওয়া উভয় পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া ও ছাত্রলীগের মারধর চলে রাত সাড়ে ৮টা পর্যন্ত।
কর্মসূচি ঘোষণা করে নাহিদ বলেন, ‘আজকের হামলার প্রতিবাদ, প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও কোটা সংস্কারের এক দফা দাবিতে আগামীকাল মঙ্গলবার সারাদেশে সব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
‘শিক্ষার্থীদের প্রতি আহ্বান থাকবে, এই বিক্ষোভ কর্মসূচিতে সাধারণ মানুষকে সম্পৃক্ত করে বড় ধরনের গণজমায়েত তৈরি করুন। আমাদেরকে বৃহত্তর গণআন্দোলনের দিকে যেতে হবে।’
তিনি বলেন, ‘কোটা সংস্কার দাবিতে শুরু হওয়া এই আন্দোলন আর শিক্ষার্থীদের আন্দোলন নেই। এই আন্দোলন যখন সরকারের পক্ষ থেকে পরিকল্পনা করে ও উস্কানি দিয়ে দমনের চেষ্টা করা হয়েছে, তখন সব মানুষকে এই আন্দোলনে নেমে আসতে হবে। আগামীকাল আমরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করব। এরপর আমরা সারাদেশে অবরোধ কর্মসূচি ঘোষণা করব।’
বিজয় একাত্তর হলে রাতে শিক্ষার্থীদের মারধর
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের যেসব শিক্ষার্থী কোটা সংস্কারের আন্দোলনে গিয়ে সন্ধ্যার পর হলে প্রবেশ করছেন তাদেরকে স্টাম্প দিয়ে অতর্কিতভাবে মারছে ছাত্রলীগ। হলের এক হাউজ টিউটর তাদের বাধা দিলে তাকেও ধমক দিয়ে সরে যেতে বলেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ বিষয়ে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুল বাছিরকে ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
জানা যায়, হল প্রাধ্যক্ষ কোনো সংবাদকর্মীর ফোন রিসিভ করছেন না। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালকে জানালে তিনি হল প্রাধ্যক্ষকে ফোন দিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের হল গেট থেকে সরিয়ে দিতে বলেন। এই নির্দেশনা পেয়ে প্রাধ্যক্ষ তাদের সরে যেতে নির্দেশনা দিলেও তারা সরেনি।