বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঢাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা, আহত ২০০

  • প্রতিনিধি, ঢাবি   
  • ১৫ জুলাই, ২০২৪ ১৭:৩৭

বিজয় একাত্তর হলের সামনে শিক্ষার্থী ও ছাত্রলীগের ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার পর আন্দোলনকারীরা পিছু হটলে তাদের ওপর পেছন থেকে ছাত্রলীগের আরেকটি গ্রুপ হামলা চালায়। এতে অনেকে আহত হন। এ সময় অনেক নারী শিক্ষার্থী টিএসসির অবস্থান কর্মসূচি থেকে হল বা নিজেদের ক্যাম্পাসে ফিরে যেতে চাইলে তাদের ওপর লাঠি নিয়ে হামলা চালায় মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা।

প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। এতে আন্দোলনকারী অন্তত ২০০ শিক্ষার্থী আহত হয়েছেন।

আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ এমনটা দাবি করে বলেছেন, আহতদের মধ্যে অনেক নারী শিক্ষার্থী রয়েছেন।

এদিকে ছাত্রলীগেরও একদল নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

ঘটনার সূত্রপাত হয় আন্দোলনকারী শিক্ষার্থীরা বিজয় একাত্তর হলে প্রবেশের চেষ্টা করলে।

সোমবার বেলা আড়াইটার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি অংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অবস্থান করেন। অন্য একটি অংশ বিজয় একাত্তরে হলের ভেতরে ঢুকে সেখানে থাকা শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দিতে আহ্বান জানাতে থাকেন। এ সময় উপর থেকে তাদেরকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন হল ছাত্রলীগের নেতাকর্মীরা।

ইটপাটকেল নিক্ষেপের এ ঘটনায় বিক্ষুব্ধ হয়ে ওঠেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তারাও পাল্টা ইটপাটকেল ছুড়তে থাকেন। এতে কয়েকজন আন্দোলনকারীরা আহত হলে আন্দোলনকারী শিক্ষার্থীদের আরেকটি অংশ বিজয় একাত্তর হলের সামনে সৃষ্ট ধাওয়া-পাল্টাধাওয়ায় যোগ দেয়। এরপর আন্দোলনকারী আর ছাত্রলীগের মধ্যে পাল্টাপাল্টি ইটপাটকেল ছোড়াছুড়ি চলতে থাকে। এ সময় আন্দোলনকারীদের ইটপাটকেল হলের বিভিন্ন কাঁচের জানালা ভেঙে পড়ে।

হামলায় রক্তাক্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ছবি: নিউজবাংলা

আন্দোলনকারী আর ছাত্রলীগের মধ্যে প্রায় এক ঘন্টা এই ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। এতে ধীরে ধীরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রলীগের নেতাকর্মীরাও যোগ দেন। এতে বিজয় একাত্তর হলের ১০টি বাইক এবং পঞ্চাশজন শিক্ষার্থী আহত হন বলে দাবি করেন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশীদ।

ছাত্রলীগের ধাওয়া খেয়ে আন্দোলনকারীরা পিছু হটলে তাদের ওপর পেছন থেকে ছাত্রলীগের আরেকটি অংশ অতর্কিত হামলা চালায়। এতে অনেকে আহত হন। এ সময় অনেক নারী শিক্ষার্থী টিএসসির অবস্থান কর্মসূচি থেকে হল বা নিজেদের ক্যাম্পাসে ফিরে যেতে চাইলে তাদের ওপর লাঠি নিয়ে হামলা চালান মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা।

ছাত্রলীগের একদল নেতাকর্মীকে বিশ্ববিদ্যালয়ের বাস ভাংচুর করতেও দেখা যায়। এরপর কেন্দ্রীয় ছাত্রলীগসহ বিশ্ববিদ্যালয় এবং মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন এবং পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের রাজ ভাস্কর্যে অবস্থান নেন।

ওদিকে আন্দোলনকারী আহত শিক্ষার্থীদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়েছে।

হাসপাতালের টিকিট কাউন্টার সূত্রে জানা যায়, বিকেল ৩টার পর থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত আহত শতাধিক শিক্ষার্থীকে সেখানে জরুরি বিভাগে নেয়া হয়েছে।

আহতদের মধ্যে নারী শিক্ষার্থীদের জরুরি বিভাগের নিউরো সার্জারি ও ক্যাজুয়ালটি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।

এদিকে ক্যাম্পাসে ছাত্রলীগের বহিরাগত নেতাকর্মীদের হামলার শিকার হওয়ার পর বিক্ষোভ করছেন রোকেয়া হলের শিক্ষার্থীর। এ সময় ‘ক্যাম্পাসে হামলা কেন প্রশাসন জবাব চাই’, ‘ছাত্রলীগ হামলা করে প্রশাসন কী করে? ইত্যাদি স্লোগান দেন।

এ বিভাগের আরো খবর