চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে কুমিল্লা ও চট্টগ্রামে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে রেললাইন অবরোধ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে রাবি রেলস্টেশনে লাইন অবরোধ করে তারা প্রতিবাদ কর্মসূচি পালন করেন।
এ সময় তারা ‘জেগেছে রে জেগেছে ছাত্রসমাজ জেগেছে’, ‘আমার ভাই মরলো কেন প্রশাসন জবাব চাই’, ‘শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘দিয়েছি তো রক্ত, আরও দিব রক্ত’, ‘ব্লকেড ব্লকেড বাংলা ব্লকেড’ ইত্যাদি স্লোগান দেন।
এর আগে বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হন শিক্ষার্থীরা। সেখান থেকে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজার এলাকায় রেললাইন অবরোধ করেন তারা।
রেললাইন অবরোধকালে শিক্ষার্থী তোফায়েল আহমেদ বলেন, ‘কোটা কখনোই বাংলাদেশের সংবিধান সমর্থিত না। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কোটা বরাদ্দ থাকে। মুক্তিযোদ্ধারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী নন।
‘আমরা একটি যৌক্তিক বিষয় নিয়ে আন্দোলন করছি। সরকার নিজেই এটার সমাধান করতে পারে। সেখানে পেটোয়া বাহিনী পুলিশ কিভাবে ছাত্রসমাজের ওপর হাত তোলে? এর প্রতিবাদে আমরা রেললাইন অবরোধ করছি। আমাদের পরবর্তী কর্মসূচি এভাবেই লাগাতার চলবে।’
আন্দোলনকারী আরেক শিক্ষার্থী মুরাদ হোসেন বলেন, ‘আমাদের দাবি বৈষম্যের বিরুদ্ধে। কোটা সংস্কারের দাবিতে আমাদের এই আন্দোলন যৌক্তিক। সরকারের নির্বাহী বিভাগ যতক্ষণ পর্যন্ত কোনো ঘোষণা না দেয় ততক্ষণ আমরা রাজপথ ছাড়ব না।’