বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) পুলিশি বাধার মুখে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা মেইন গেটের তালা খুলে পুলিশের বাধা ভেঙে মহাসড়ক অবরোধ করেন।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পূর্বনির্ধারিত কর্মসূচি বিকেল ৩টা থেকে অবরোধের কথা থাকলেও পুলিশ শিক্ষার্থীদেরকে মহাসড়কে নামতে বাধা দেয়। এর পর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে জড়ো হয়ে স্লোগান দেন।
পরে আন্দোলনকারী শিক্ষার্থীরা গেটের তালা খুলে মহাসড়ক দখল করেন। এ সময় শিক্ষার্থীরা ‘আমার ক্যাম্পাসে পুলিশ কেন, প্রশাসন জবাব চাই’; আন্দোলনে বাধা কেন, পুলিশ জবাব দে’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
আন্দোলনকারী শিক্ষার্থীদের একজন সুজয় শুভ বলেন, ‘আজকে আমাদের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী মহাসড়ক অবরোধের কথা থাকলেও পুলিশ প্রথমে বাধা দেয়। পরবর্তীতে শিক্ষার্থীরা জড়ো হয়ে মহাসড়ক অবরোধ করেন। আমাদের যৌক্তিক আন্দোলনে পুলিশ বাধা দেয়ার কে?’
আন্দোলনকারী আরেক শিক্ষার্থী বেলাল হোসেন বলেন, ‘যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। কোন বাধাই আমাদেরকে দাবিয়ে রাখতে পারবে না।’
সন্ধ্যা ৬টায় মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে আজকের কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে।
বরিশাল বন্দর থানার ওসি আব্দুর রহমান মুকুল বলেন, ‘আজকে শিক্ষার্থীদের অনুরোধ জানিয়েছিলাম মহাসড়ক অবরোধ না করার জন্য। কিন্তু শিক্ষার্থীরা পরবর্তীতে মহাসড়ক অবরোধ করেন। তাদের কর্মসূচি তারা শান্তিপূর্ণভাবে পালন করছেন।’