সরকারি চাকরিতে জারি করা ২০১৮ সালের পরিপত্র পুনর্বহাল ও কোটাপদ্ধতি সংস্কারের দাবিতে পথনাটক, গান, কবিতা পরিবেশন করে ব্যতিক্রমী সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এছাড়া দাবি আদায় না হওয়া পর্যন্ত সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম (সব বিভাগের ক্লাস-পরীক্ষা) ও বাস চলাচল বন্ধের ঘোষণা এবং বিশ্ববিদ্যালয় সংলগ্ন রেললাইন অবরোধের ঘোষণা দিয়েছেন তারা।
রোববার বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে আয়োজিত কর্মসূচিতে এসব কথা জানান তারা।
‘কোটাপদ্ধতি সংস্কার আন্দোলন, রাজশাহী বিশ্ববিদ্যালয়’-এর ব্যানারে এসব কর্মসূচি পালন করা হয়। এর আগে বিকেল ৩টা থেকেই শিক্ষার্থীরা প্যারিস রোডে জড়ো হতে থাকেন। পরে বিকেল ৪টার দিকে বিপ্লবী গান, পুঁথিপাঠ, কবিতা ও পথনাটক করে সাংস্কৃতিক প্রতিবাদ জানান তারা।
সাংস্কৃতিক প্রতিবাদ শেষে পবর্তী কর্মসূচির ঘোষণা দেন কোটাপদ্ধতি সংস্কার আন্দোলনের সমন্বয়ক রেজুয়ান গাজী মহারাজ। তিনি বলেন, ‘আগামীকাল (সোমবার) থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন ও বিশ্ববিদ্যালয়ের বাস চলাচল বন্ধ রাখা হবে। আমাদের দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে। এরই ধারাবাহিকতায় সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন রেলপথ অবরোধ করা হবে।’
বিশ্ববিদ্যালয়ের সব হল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনে যোগদানের জন্য আহ্বান জানান তিনি।