বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) কোটাবিরোধী আন্দোলন চলাকালে গাড়ি আটকানোকে কেন্দ্র করে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ সংঘবদ্ধ হামলা চালিয়েছে। হামলায় রসায়ন বিভাগের (২০২০-২১ শিক্ষাবর্ষ) আরিফুল ইসলাম নামে আন্দোলনরত এক শিক্ষার্থী আহত হয়েছেন। তাকে শেরে-ই-বাংলা হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন দপদপিয়া ব্রিজের ঢালে এই হামলার ঘটনা ঘটে।
হামলার ভিডিও ধারণ করার সময় বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য আবু উবাইদাকেও মারধর করে ছাত্রলীগ কর্মীরা।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, কোটাবিরোধী আন্দোলন চলাকালে ছাত্রলীগের রিদম-আরাফাত গ্রুপের কর্মী একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শিশির আহমেদ সুমন একাধিকবার মোটরসাইকেল নিয়ে আসা-যাওয়া শুরু করলে আন্দোলনরত শিক্ষার্থীরা বাধা দেন। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে রসায়ন বিভাগের শিক্ষার্থী আরিফুল ইসলামকে শিশির ইট দিয়ে মাথায় আঘাত করেন।
পরবর্তীতে শিশির ছাত্রলীগের অন্যদের ফোন দিলে তারা এসে আন্দোলনরত শিক্ষার্থীদের অবরুদ্ধ সড়ক থেকে জোরপূর্বক সরিয়ে দেয়।
আন্দোলনকারী শিক্ষার্থীদের জোরপূর্বক সড়ক থেকে তুলে দেন ববি ছাত্রলীগের একাংশের নেতৃত্বদানকারী আবুল খায়ের আরাফাত ও শরীফুল ইসলাম (হিসাববিজ্ঞান বিভাগ), খালিদ হাসান রুমি ও আল সামাদ শান্ত (ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগ), মাহমুদুল হাসান তমাল (আইন বিভাগ), রাকিবুল ইসলামসহ (বাংলা বিভাগ) আরও বেশ কয়েকজন।
এ বিষয়ে ছাত্রলীগ কর্মী শিশির আহমেদ সুমনের সঙ্গে যোগাযোগ করলে তিনি মারধরের বিষয়টি অস্বীকার করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আবদুল কাইউম বলেন, ‘ঘটনা সম্পর্কে আমি শুনেছি। তবে কোনো লিখিত অভিযোগ পাইনি।’
প্রসঙ্গত, প্রতিষ্ঠালগ্ন থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কোনো কমিটি নেই।