বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মধ্যরাতে জবির মসজিদে নারী, ইমামকে অব্যাহতি

  • প্রতিনিধি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়   
  • ২৭ মে, ২০২৪ ২৩:৩৫

জবি প্রক্টর অধ্যাপক জাহাঙ্গীর বলেন, ‘ঘটনার সূত্রপাত ৬ মে রাত সাড়ে ১১টায়। ওইদিন রাতে বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে কেন্দ্রীয় মসজিদে ঘুমন্ত অবস্থায় পাওয়ার খবর পাওয়া যায়। সঙ্গে সঙ্গে আমি একজন সহকারী প্রক্টরকে ঘটনাস্থলে পাঠাই। এসময় মসজিদের প্রধান ইমামকে ফোন দিলে তিনি ওই নারী শিক্ষার্থীকে কথা শিখিয়ে আমার সঙ্গে কথা বলায়। তা আমি আবার ফোনের অপর পাশ থেকে শুনতে পাই।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় মসজিদে মধ্যরাতে এক নারী শিক্ষার্থীকে ঘুমন্ত অবস্থায় পাওয়া গেছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে মসজিদের ইমামকে সাময়িক অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘটনার তদন্তে পাঁচ সদস্যের একটি উচ্চতর কমিটিও গঠন করা হয়েছে।

সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন মসজিদের ইমামকে সাময়িক অব্যাহতি দেয়ার বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেন।

প্রক্টর অধ্যাপক জাহাঙ্গীর বলেন, ‘ঘটনার সূত্রপাত ৬ মে রাত সাড়ে ১১টায়। ওইদিন রাতে বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে কেন্দ্রীয় মসজিদে ঘুমন্ত অবস্থায় পাওয়ার খবর পাওয়া যায়। সঙ্গে সঙ্গে আমি একজন সহকারী প্রক্টরকে ঘটনাস্থলে পাঠাই। এসময় মসজিদের প্রধান ইমামকে ফোন দিলে তিনি ওই নারী শিক্ষার্থীকে কথা শিখিয়ে আমার সঙ্গে কথা বলায়। তা আমি আবার ফোনের অপর পাশ থেকে শুনতে পাই।’

তিনি বলেন, ‘ওই শিক্ষার্থী যখন ঘুমায় তখন মসজিদের লাইট জ্বালানো ছিল, কিন্তু ঘুম থেকে ওঠার পর দেখে লাইট বন্ধ। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা তো ঘটতে পারত। সহকারী প্রক্টর ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ইমাম মেয়েটিকে দ্রুত হলে পাঠিয়ে দেয়। এখানে ইমামের দায়িত্বের অবহেলা ছিল। এজন্য তাকে নামাজ পড়ানো থেকে সাময়িকভাবে অব্যাহতি দেয়া হয়েছে।

‘তাকে প্রক্টর অফিসেও আসতে বলা হয়েছিল, কিন্তু এখনও তিনি যোগাযোগ করেননি। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

এ বিষয়ে মসজিদের জ্যেষ্ঠ পেশ ইমাম ও খতিব মো. ছালাহ্ উদ্দিনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।

তদন্ত কমিটিতে রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবুল কালাম মো. লুৎফর রহমানকে আহ্বায়ক ও সহকারী প্রক্টর খালিদ সাইফুল্লাহকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া সদস্য হিসেবে বাংলা বিভাগের অধ্যাপক ড. পারভীন আক্তার জেমী, আইসিটি সেলের পরিচালক ড. আমিনুল ইসলাম ও অ্যাকাউন্টিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. এএনএম আসাদুজ্জামান ফকিরকে রাখা হয়েছে।

এর আগে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শ্রেণিকক্ষের সামনে কেন্দ্রীয় মসজিদের পেছনে শতবর্ষী একটি বড় আঁশফল গাছ কেটে ফেলার অভিযোগ ওঠে ইমাম মো. ছালাহ্ উদ্দিনের বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে তিনি গভীর রাতে গাছটি কেটে ফেলেছেন বলে অভিযোগ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এ বিভাগের আরো খবর