বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ক্যানসারের কাছে হার মানলেন জবি অধ্যাপক

  • প্রতিনিধি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়   
  • ২৬ মে, ২০২৪ ১৯:৫০

দুই বছরেরও বেশি সময় ধরে মরণঘাতী ক্যানসারের সাথে লড়াই করে শ্যামলী বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকেল সাড়ে ৪টার দিকে তিনি মারা যান। 

বোনম্যারো ক্যানসারে আক্রান্ত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক অধ্যাপকের মৃত্যু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ওই অধ্যাপকের নাম ড. শিল্পী খানম।

দুই বছরেরও বেশি সময় ধরে মরণঘাতী ক্যানসারের সাথে লড়াই করে শ্যামলী বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকেল সাড়ে ৪টার দিকে তিনি মারা যান।

অধ্যাপক ড. শিল্পী খানমের মৃত্যুর বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. হোসনে আরা বেগম।

অধ্যাপক হোসনে আরা বেগম বলেন, ‘আপার মৃত্যুর খবরটা আমি মাত্র তার পরিবারের সদস্যদের থেকে শুনেছি। শুনে আমার হাত পা কেঁপে উঠছে। আজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উনার চিকিৎসার জন্য টাকাও দিয়েছেন। সেটাও পৌঁছাতে পারলাম না। খুব খারাপ লাগছে। আমি আর কথা বলতে পারছি না।’

বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস বলেন, ‘অধ্যাপক ডক্টর শিল্পী খানমের ক্যানসারে মৃত্যু আমাদের জানিয়ে গেল শিক্ষক হিসেবে কতটা অসহায় আমরা। ব্যয়বহুল চিকিৎসা নিয়ে তার পরিবারকে বিচলিত হতে দেখা গেছে। শিক্ষকরা ব্যক্তিগত পর্যায় থেকে অর্থ সহায়তা করেছেন কিন্তু তারও একটা সীমাবদ্ধতা ছিল। আমাদের সহকর্মীর মৃত্যুতে আমরা শোকাহত।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. জাহাঙ্গীর হোসেন বলেন, উনি আমাদের সহকর্মী ছিলেন। ওনার মরদেহ দেশের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে উনার চিকিৎসার খরচ, দেনাপাওনার বিষয়টি দেখা হবে।

তিনি আরও জানান, অধ্যাপক ড. শিল্পী খানমের প্রথম জানাযা সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

শোক প্রকাশ করে বাংলা বিভাগের শিক্ষার্থী শিবলী নোমান বলেন, ম্যাম অনেক বন্ধুসুলভ ছিলেন। সবসময়ই শিক্ষার্থীদের আগলে রাখতেন। নিজের সন্তানের মতো করেই আমাদের আদর-স্নেহ করতেন। আমরা বিভাগের সাবেক বর্তমান শিক্ষার্থীরা মিলে ম্যামের চিকিৎসার জন্য কিছু টাকাও জোগার করেছিলাম। সেই টাকা নিয়ে হাসপাতালে এসেই মৃত্যুর খবর শুনলাম। ওনার অকাল মৃত্যুতে আমরা শোকাহত।

তার মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম এবং ট্রেজারার অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার তার বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে। তার গ্রামের বাড়ী মাদারীপুর জেলায়।

প্রায় আড়াই বছর আগে বোনম্যারো ক্যানসার ধরা পড়ে অধ্যাপক শিল্পী খানমের। এরপর দেশে কিছুদিন চিকিৎসার পর তাকে নেয়া হয় ভারতে। ভারতের টাটা মেমোরিয়াল হাসপাতালে প্রায় দেড় মাস চিকিৎসার পর দেশে ফিরে আসেন তিনি। তবে দিনে দিনে শরীরের অবস্থা আরও খারাপ হতে থাকে। ক্যানসার পুরো রক্তে ছড়িয়ে পড়ে। এরপর দীর্ঘদিন বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তিনি।

এ বিভাগের আরো খবর