বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

১৫ জুলাইয়ের মধ্যে ক্লাস শুরুর আশ্বাস জবি উপাচার্যের

  • প্রতিনিধি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়   
  • ১০ মে, ২০২৪ ১৯:৩৩

জবি উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে নিয়ে সবসময় আমার চিন্তা হয়। জুলাইয়ের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরুর পরিকল্পনা রয়েছে.…এর আগেই ভর্তি কার্যক্রম শেষ করতে চাই।’

২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম দ্রুত শেষ করে জুলাইয়ের মাঝামাঝি সময়ে নতুন শিক্ষার্থীদের ক্লাস শুরুর আশ্বাস দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম।

শুক্রবার গুচ্ছ পদ্ধতির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে নিউজবাংলাকে তিনি এসব কথা বলেন।

গুচ্ছ ভর্তি পরীক্ষার কোর কমিটির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করা জবি উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে নিয়ে সবসময় আমার চিন্তা হয়। জুলাইয়ের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরুর পরিকল্পনা রয়েছে। চেষ্টা করব ১৫ জুলাই থেকে ক্লাস শুরু করতে। এর আগেই ভর্তি কার্যক্রম শেষ করতে চাই। এ লক্ষ্যে গুচ্ছের কোর কমিটিকে দ্রুত ভর্তি প্রক্রিয়া শেষ করার আহ্বান জানাব।’

এর আগে ২৭ এপ্রিল থেকে ‘এ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে গুচ্ছ ভর্তি প্রক্রিয়া শুরু হয়। পরবর্তীতে ৪ মে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়। শুক্রবার ‘সি’ ইউনিটের প্রথম বর্ষের ব্যবসায় শিক্ষা বিভাগের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে দেশের ২৪টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা গ্রহণ শেষ হয়েছে।

এ দিন বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ দুটি উপ-কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

গুচ্ছের ‘সি’ ইউনিটের পরীক্ষায় জবির উপ-কেন্দ্রগুলো ছিল উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ এবং ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল। জবি ক্যাম্পাসে ১২ হাজার ৫১৩জন, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে ৩ হাজার ৪৮০ জন এবং ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলে ১ হাজার ২৪৫ জন পরীক্ষার্থীর আসন বিন্যাস করা হয়েছিল।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মোর্শেদ ভূইয়া বলেন, ‘জবি কেন্দ্রসহ বাকি দুটো কেন্দ্রে পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। মোট পরীক্ষার্থীর ৮৭ শতাংশ উপস্থিত ছিল।’

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রের বিভিন্ন হল পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম।

এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর চৌধুরী, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল হোসেন, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এসএম মাসুম বিল্লাহ, প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. জাকির হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো খবর