ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক ড. মো. রহমত উল্লাহকে হাইকোর্টের নির্দেশে ডিন পদ ফিরিয়ে দেয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানান।
তিনি জানান, মঙ্গলবারের সিন্ডিকেট সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মো. রহমত উল্লাহকে হাইকোর্টের নির্দেশে ডিন পদ ফিরিয়ে দেয়া হয়েছে। মঙ্গলবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। ফলে অনুষদটির ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. সীমা জামানের স্থলে তিনি পুনরায় দায়িত্ব গ্রহণ করবেন।
২০২২ সালের ১৭ এপ্রিল মুজিবনগর দিবসে বিশ্ববিদ্যালয় আয়োজিত এক আলোচনা সভায় খন্দকার মোশতাকের প্রতি শ্রদ্ধা জানানোর অভিযোগ ওঠে অধ্যাপক ড. মো. রহমত উল্লাহর বিরুদ্ধে। এ বক্তব্যের প্রতিক্রিয়ায় সিন্ডিকেটের এক সভায় অধ্যাপক রহমত উল্লাহকে সব অ্যাকাডেমিক ও প্রশাসনিক কাজ থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়।
বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক সদস্য বলেন, এই ঘটনার পর মহামান্য হাইকোর্ট এক আদেশে উনাকে সকল অ্যাকাডেমিক ও প্রশাসনিক কাজের দায়িত্ব ফিরিয়ে দেয়ার নির্দেশ দেয়। পরে বিশ্ববিদ্যালয় উনাকে অ্যাকাডেমিক কাজে ফিরিয়ে আনলেও প্রশাসনিক কাজে ফিরিয়ে আনেননি।
তিনি বলেন, এরপর ফের অধ্যাপক রহমতুল্লাহ রিট করে নতুন করে আবার হাইকোর্টের রায় আনেন। সেই রায়ের পরিপ্রেক্ষিতে সিন্ডিকেট উনাকে উনার পূর্বের পদ ফিরিয়ে দেয়।