দেশের ২৪টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক ও বিবিএ প্রথম বর্ষ মানবিক বিভাগের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। পরীক্ষায় মোট উত্তীর্ণ হয়েছেন ৩১ হাজার ৮১ জন। এই ইউনিটে পাসের হার ৩৬ দশমিক ৩৩ শতাংশ।
গুচ্ছভুক্ত টেকনিক্যাল কমিটির আহ্বায়ক এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নাছিম আখতার রোববার নিউজবাংলাকে এসব তথ্য জানান।
ইতোমধ্যে সংশ্লিষ্ট ওয়েবাসাইটে ফল প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে ফল দেখতে পারবেন। পরীক্ষার ফল https://gstadmission.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।
উপাচার্য অধ্যাপক নাছিম আখতার জানান, ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফলে ‘বি’ ইউনিটে সর্বোচ্চ নম্বর উঠেছে ৭৬ দশমিক ২৫ এবং সর্বনিম্ন মাইনাস (-) ৯ দশমিক ৭৫ শতাংশ।
প্রথম স্থান অধিকার করেছেন রুকাইয়া ফেরদৌস লামিয়া। গুচ্ছ ভর্তি পরীক্ষায় তার রোল নম্বর ছিল ৩১৮৬৩০ এবং কেন্দ্র ছিলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপকেন্দ্র ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ। তিনি বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন।
তিনি জানান, ‘বি’ ইউনিটে মোট আবেদন করেন ৯৪ হাজার ৬৩১ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে পরীক্ষায় অংশ নেন ৮৫ হাজার ৫৪৮ জন, যা মোট আবেদনকারীর ৯০ দশমিক ৪০ শতাংশ। অনুপস্থিত ছিলেন ৯ হাজার ৮৩ জন অর্থাৎ ৯ দশমিক ৬০ শতাংশ।
ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৩১ হাজার ৮১ জন, যা পরীক্ষায় অংশগ্রহণকারীর ৩৬ দশমিক ৩৩ শতাংশ। অকৃতকার্য হয়েছেন ৫৪ হাজার ৪৪৪ জন, যা মোট পরীক্ষার্থীর ৬৩ দশমিক ৬৪ শতাংশ। অকৃতকার্য সবাই ৩০-এর কম নম্বর পেয়েছেন।
এদিকে ২৩ জন পরীক্ষার্থীর খাতা বাতিল হয়েছে, যা মোট পরীক্ষার্থীর দশমিক ০৩ শতাংশ৷ এদের মধ্যে দুজনকে বহিষ্কার, রোল নম্বর ভুল লেখায় ১২ জনের খাতা বাতিল ও সেট নম্বর ভুল লেখায় ৯ জনের খাতা মূল্যায়ন করা হয়নি।
গুচ্ছ ভর্তি পরীক্ষার সাব-টেকনিক্যাল কমিটির তৈরি করা ফলাফলে দেখা গেছে, ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ ৭৫ নম্বর পেয়েছেন একজন, ৭০ ও এর উপরে পেয়েছেন সাতজন, ৬৫ ও এর উপরে পেয়েছেন ৪৯ জন, ৬০ ও এর উপরে পেয়েছেন ২১৯ জন, ৫৫ ও এর উপরে পেয়েছেন ৭৮৩ জন, ৫০ ও এর উপরে পেয়েছেন ২ হাজার ৪২৫ জন, ৪৫ ও এর উপরে পেয়েছেন ৫ হাজার ৮৩০ জন, ৪০ ও এর উপরে পেয়েছেন ১১ হাজার ৬৪৬ জন এবং ৩৫ ও এর উপরে পেয়েছেন ২০ হাজার ১৩২ জন। আর ৩০ ও এর উপরে পেয়েছেন ৩১ হাজার ৮৩ জন পরীক্ষার্থী।
‘এ’ ইউনিটের আর্কিটেকচার পরীক্ষার ফলও প্রকাশ হয়েছে
এদিকে গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের আর্কিটেকচার (ড্রয়িং) পরীক্ষার ফলও এদিন ঘোষণা করা হয়েছে। ড্রয়িং (ব্যবহারিক) পরীক্ষার মোট নম্বরের ৩০ শতাংশকে পাস হিসেবে বিবেচনা করে ৮৭৭ জনকে উত্তীর্ণ হিসেবে দেখানো হয়েছে।
পাসকৃত শিক্ষার্থীরাও রাত ১১টা ৫৯ মিনিটের আগেই জিএসটির ওয়েবসাইটে গিয়ে তাদের ফল দেখতে পাবেন। গুচ্ছভুক্ত চারটি বিশ্ববিদ্যালয়ে আর্কিটেকচারে ভর্তির জন্য মোট ১৬৫টি আসন রয়েছে।
আগামী ১০ মে শুক্রবার ‘সি’ ইউনিটের বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষা।