কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাস বন্ধের সিদ্ধান্ত বাতিল করে ক্লাস-পরীক্ষা চালুসহ ৫ দফা দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী শনিবার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধনের আয়োজন করে এসব দাবির কথা জানান।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো, অনতিবিলম্বে ক্যাম্পাস বন্ধের সিদ্ধান্ত বাতিল করা, ক্লাস-পরীক্ষা চালু করা, পরিবহন ব্যবস্থা চালু করা, শিক্ষকদের ক্লাস বর্জনের সিদ্ধান্ত বাতিল ও ৭২ ঘণ্টার মধ্যে ইউজিসি/সিন্ডিকেট সভার মাধ্যমে চলমান সংকট নিরসন করা।
গণিত বিভাগের শিক্ষার্থী রাকিব বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধের ঘোষণা দিলো। আমরা শিক্ষার্থীরা তা মানতে পারছি না। উপাচার্য ও শিক্ষক সমিতির বিরোধে আমরা সাধারণ শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছি।
‘এ বিরোধের কারণে আমরা পুনরায় সেশনজটে পড়তে যাচ্ছি। মূলত তাদের এই সংকটগুলোর মাধ্যমে আমাদের জিম্মি করা হচ্ছে।’
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ফাহমিদা কানন বলেন, ‘উপাচার্য ও শিক্ষকদের বিরোধে শক্তি প্রয়োগের ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। আমরা যেমন শিক্ষকদের ন্যায্য দাবিকে সাধুবাদ জানাই তেমনি তাদের ক্লাস বর্জনের প্রতিবাদ জানাই। বিশ্ববিদ্যালয়ে সুস্থ ও গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা এখন সময়ের দাবি।’এ ছাড়াও সব সমস্যা দ্রুত সমাধান করে শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত নেয়ার জন্য প্রশাসনের নিকট আহ্বান জানান তারা।’
শিক্ষকদের চলমান আন্দোলনের কারণে ৩০ এপ্রিল কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও আবাসিক হলগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়।
ওই দিন সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় ও হলগুলো বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বুধবার বিকেল ৪টার মধ্যে আবাসিক শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।