বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গুচ্ছ ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, উত্তীর্ণ ৫০৭৬০

  • প্রতিনিধি, জবি   
  • ৩০ এপ্রিল, ২০২৪ ১৮:২৩

মোট উত্তীর্ণ হয়েছেন ৫০ হাজার ৭৬০ জন। পাসের হার দাঁড়িয়েছে ৩৩ দশমিক ৯৮ শতাংশ। প্রথম স্থান অধিকার করেছেন রেদওয়ানুল হক মারুফ। তিনি ময়মনসিংহের শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন।

দেশের ২৪টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক ও বিবিএ প্রথম বর্ষের বিজ্ঞান বিভাগের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় মোট উত্তীর্ণ হয়েছেন ৫০ হাজার ৭৬০ জন। এই ইউনিটে এবার পাসের হার দাঁড়িয়েছে ৩৩ দশমিক ৯৮ শতাংশ।

গুচ্ছভুক্ত টেকনিক্যাল কমিটির আহ্বায়ক এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নাছিম আখতার মঙ্গলবার ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করে এসব তথ্য জানান।

ইতোমধ্যে সংশ্লিষ্ট ওয়েবাসাইটে ফল প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে ফল দেখতে পারবেন। পরীক্ষার ফল https://gstadmission.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

অধ্যাপক নাছিম আখতার জানান, ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফলে ‘এ’ ইউনিটে সর্বোচ্চ নম্বর উঠেছে ৭৭ দশমিক ২৫ এবং সর্বনিম্ন মাইনাস (-) ১৮ দশমিক ৭৫ শতাংশ।

প্রথম স্থান অধিকার করেছেন রেদওয়ানুল হক মারুফ। গুচ্ছ ভর্তি পরীক্ষায় তার রোল ছিলো ২০২৫৩৭ এবং কেন্দ্র ছিলো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ। তিনি ময়মনসিংহের শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন।

তিনি আরও জানান, ‘এ’ ইউনিটে মোট পরীক্ষার্থী আবেদন করেন এক লাখ ৭০ হাজার ৫৯৯ জন। তাদের মধ্যে পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৪৯ হাজার ৩৯১ জন, যা মোট আবেদনকারীর ৮৭ দশমিক ৫৭ শতাংশ। অনুপস্থিত ছিলেন ২১ হাজার ২০৮ জন অর্থাৎ ১২ দশমিক ৪৩ শতাংশ।

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৫০ হাজার ৭৬০ জন, যা পরীক্ষায় অংশগ্রহণকারীর ৩৩ দশমিক ৯৮ শতাংশ। এছাড়াও

পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন ৯৮ হাজার ৫৪৭ জন, যা মোট পরীক্ষার্থীর ৬৫ দশমিক ৯৬ শতাংশ। অকৃতকার্য সবাই ৩০-এর কম নম্বর পেয়েছেন।

এদিকে ৮৪ জন পরীক্ষার্থীর খাতা বাতিল হয়েছে, যা মোট পরীক্ষার্থীর দশমিক ০৬ শতাংশ৷ এদের মধ্যে চারজনের খাতা বাতিল, একজন পরীক্ষার্থীকে বহিষ্কার, রোল নম্বর ভুল লেখায় ৪৪ জনের খাতা বাতিল ও সেট নম্বর ভুল লেখায় ৩৫ জনের খাতা মূল্যায়ন করা হয়নি।

গুচ্ছ ভর্তি পরীক্ষার সাব-টেকনিক্যাল কমিটির তৈরি করা ফলাফলে দেখা গেছে, ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৭৫ ও এর উপরে পেয়েছেন ুদজন, ৭০ ও এর উপরে পেয়েছেন চারজন, ৬৫ ও এর উপরে পেয়েছেন ২০ জন, ৬০ ও এর উপরে পেয়েছেন ৮৪ জন, ৫৫ ও এর উপরে পেয়েছেন ৪৪০ জন, ৫০ ও এর উপরে পেয়েছেন ২ হাজার ২২ জন, ৪৫ ও এর উপরে পেয়েছেন ৬ হাজার ৭১৬ জন, ৪০ ও এর উপরে পেয়েছেন ১৬ হাজার ৩৪৬ জন এবং ৩৫ ও এর উপরে পেয়েছেন ৩১ হাজার ২১৭ জন। আর ৩০ ও এর উপরে পেয়েছেন ৫০ হাজার ৭৬০ জন পরীক্ষার্থী।

এর আগে শনিবার (২৭ এপ্রিল) দেশের ২৪টি পাবলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তিতে ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২২টি বিশ্ববিদ্যালয় কেন্দ্র এবং এসব কেন্দ্রের উপকেন্দ্রগুলোতে একযোগে ভর্তি পরীক্ষা নেয়া হয়।

আগামী ৩ মে শুক্রবার ‘বি’ ইউনিট (মানবিক) এবং ১০ মে শুক্রবার ‘সি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ বিভাগের আরো খবর