মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে বিদ্যালয়ে ক্লাস চলাকালে প্রচণ্ড গরমে সুমি আক্তার নামে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রী জ্ঞান হারিয়ে ফেলেছে। রোববার দুপুরে উপজেলার হাসাইল বানারী ইউনিয়নের বানারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
শ্রেণিকক্ষে গরমে অসুস্থ হয়ে পড়ার পর ওই শিশুশিক্ষার্থীকে টঙ্গিবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় বিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থী সুমি হাসাইল বানারী ইউনিয়নের আটিগাঁও গ্রামের সুমন মুন্সীর মেয়ে।
বানারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কায়েসুর রহমান বলেন, ‘তীব্র গরমে আমাদের বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রী অসুস্থ হয়ে পড়লে সঙ্গে সঙ্গে ওকে আমরা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাই। চিকিৎসার দেয়ার পর ওই শিক্ষার্থী এখন অনেকটাই সুস্থ।’