বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গুচ্ছে ভর্তি: ‘এ’ ইউনিটের পরীক্ষায় উপস্থিতি ৯০ শতাংশ

  • প্রতিনিধি, জবি   
  • ২৭ এপ্রিল, ২০২৪ ২০:৫৪

সমন্বিত ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আনোয়ার হোসেন জানান, ২২টি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এই পরীক্ষায় সর্বোচ্চ ৯৪ দশমিক ২২ শতাংশ কিশোরগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ে এবং সর্বনিম্ন ৭৭ দশমিক ৬৪ শতাংশ উপস্থিতি ছিল রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে। আর সবচেয়ে বড় কেন্দ্র রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার্থীর উপস্থিতি ছিল ৮৩ দশমিক ০৪ শতাংশ।

দেশের ২৪টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক ও বিবিএ প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টায় শুরু হয়ে ১টায় শেষ হয় এই পরীক্ষা।

‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৯০ শতাংশের বেশি শিক্ষার্থী অংশ নেন। আর সবচেয়ে বড় কেন্দ্র রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার্থীর উপস্থিতি ছিল ৮৩ দশমিক ০৪ শতাংশ।

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি কমিটির আহ্বায়ক এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন ভর্তি পরীক্ষা শেষে এ তথ্য জানান।

তিনি বলেন, “বিভিন্ন কারণে এ বছর গুচ্ছ ভর্তি পরীক্ষা একটি চ্যালেঞ্জ ছিল। সব চ্যালেঞ্জ মোকাবিলা করে নির্ভুল প্রশ্নপত্রে সারা দেশের বিভিন্ন কেন্দ্রে গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।”

ড. আনোয়ার হোসেন জানান, ২২টি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এই ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ ৯৪ দশমিক ২২ শতাংশ উপস্থিতি ছিল কিশোরগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ে। আর সর্বনিম্ন ৭৭ দশমিক ৬৪ শতাংশ উপস্থিতি ছিল রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে।

এদিন বিকেল সাড়ে ৩টা থেকে এক ঘণ্টার আর্কিটেকচার ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এদিকে ভর্তি পরীক্ষা শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. শাহজাহান জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং পাঁচটি উপকেন্দ্রে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে জবি ক্যাম্পাসে ১২ হাজার ৫৭৯ জনের আসন বিন্যাস হলেও পরীক্ষায় অংশ নিয়েছেন ১০ হাজার ৮ জন পরীক্ষার্থী। উপকেন্দ্রগুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২৫ হাজার ২৯৬ জনের মধ্যে ২১ হাজার ৩৩৮ জন, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে ৩ হাজারের মধ্যে ২ হাজার ৫২৩ জন, সরকারি বাংলা কলেজে ৬ হাজার ৭৪০ জনের মধ্যে ৫ হাজার ৬১১ জন, সিদ্ধেশ্বরী গার্লস কলেজে ৩ হাজারের মধ্যে ২ হাজার ৫৪৫ জন এবং ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে ৩ হাজার ২০০ জনের মধ্যে ২ হাজার ৬৬১ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন।

তিনি আরও জানান, গুচ্ছ ভর্তি পরীক্ষায় সিদ্ধেশ্বরী গার্লস কলেজে ৮৪ দশমিক ৮৩ শতাংশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৮৪ দশমিক ৩৫ শতাংশ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে ৮৪ দশমিক ১০ শতাংশ, সরকারি বাংলা কলেজে ৮৩ দশমিক ২৫ শতাংশ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে ৮৩ দশমিক ১৬ শতাংশ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৭৯ দশমিক ৫৬ শতাংশ পরীক্ষার্থী অংশ নেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ এর অধীনস্ত পাঁচটি উপকেন্দ্রে ৫৩ হাজার ৮১৫ জনের আসন বিন্যাস করা হলেও পরীক্ষায় মোট অংশ নেন ৪৪ হাজার ৬৮৬ জন। পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন ৯ হাজার ১২৯ জন।

ভর্তি পরীক্ষা চলাকালীন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহজাহান এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটে এবার মোট পরীক্ষার্থী ৩ লাখ ৫ হাজার ৩৪৬ জন। বিজ্ঞান শাখার ‘এ’ ইউনিটে এবার আবেদন করেন ১ লাখ ৭০ হাজার ৫৯৯ জন পরীক্ষার্থী। ‘বি’ ইউনিটে এই সংখ্যা ৯৪ হাজার ৬৩১ এবং ‘সি’ ইউনিটে ৪০ হাজার ১১৬ জন। এবার চতুর্থবারের মতো তিনটি ইউনিটে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

আগামী ৩ মে মানবিক বিভাগের ‘বি’ ইউনিটের এবং ১০ মে বাণিজ্য বিভাগের ‘সি’ ইউনিটের পরীক্ষা সারা দেশে একযোগে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এবার ২৪টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ‘বি’ ইউনিটে ৯৪ হাজার ৬৩১ জন এবং ‘সি’ ইউনিটে ৪০ হাজার ১১৬ জন আবেদন করেছেন।

এ বিভাগের আরো খবর