বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে সাবেক শিক্ষার্থীদের ওয়েবিনার যুক্তরাষ্ট্রে

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২২ এপ্রিল, ২০২৪ ১৪:৩৪

সাবেক বুয়েটছাত্র ও বর্তমানে গুগলে কর্মরত অনিক সরকার বলেন, আমি ছাত্র রাজনীতির পিক টাইমে বুয়েটে ছিলাম। তাই ছাত্র রাজনীতির কলুষিত অধ্যায়ের একজন সাক্ষী আমি। ছাত্র রাজনীতি না থাকলে বুয়েটিয়ানরা আইটি সেক্টরে আরও এগিয়ে যাবে, দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) সব ধরনের ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে ওয়েবিনার করেছেন যুক্তরাষ্ট্রে অবস্থানরত সাবেক বুয়েট শিক্ষার্থীরা।

রোববার এ ওয়েবিনারের আয়োজন করা হয়।

সাবেক বুয়েটছাত্র ও মাইক্রোসফটের সাবেক ইঞ্জিনিয়ার মাসুদ করিম খান বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে লিডারশিপ তৈরিতে বর্তমান ছাত্ররাজনীতিতে জড়িত না থেকেও বুয়েটিয়ানরা স্ব স্ব ক্ষেত্রে নেতৃত্ব দিতে পারে কোন সমস্যা ছাড়াই। ছাত্র রাজনীতি কলুষিত এবং ব্যাক ডেটেড। বুয়েটে এর কোনো প্রয়োজন নেই।

সাবেক বুয়েটছাত্র ও বর্তমানে গুগলে কর্মরত অনিক সরকার বলেন, আমি ছাত্র রাজনীতির পিক টাইমে বুয়েটে ছিলাম। তাই ছাত্র রাজনীতির কলুষিত অধ্যায়ের একজন সাক্ষী আমি। ছাত্র রাজনীতি না থাকলে বুয়েটিয়ানরা আইটি সেক্টরে আরও এগিয়ে যাবে, দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে।

বুয়েট ছাত্রদেরফেসবুক গ্রুপ `বুয়েটে আড়িপেতে শোনা'র অ্যাডমিন ও বুয়েটের ড. এম এ রশীদ হলের ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ রিশাদ বলেন, আমি নিজে একজন ছাত্রলীগের সাবেক নেতা। ছাত্র রাজনীতির অতীত ইতিহাসের সাথেবর্তমান ছাত্র রাজনীতির কোনো সম্পর্ক নেই। বর্তমান রাজনীতি কলুষিত, এর কোনো প্রয়োজন নেই বুয়েটে।

ওয়েবিনারে বক্তারা আরও বলেন, টেকনিক্যাল ইউনিভার্সিটি হওয়ায় বুয়েট অন্য ইউনিভার্সিটি থেকে ব্যতিক্রম। ছাত্র রাজনীতি না থাকায় বুয়েটে কি কি উন্নয়ন হয়েছে, রাজনীতি না থাকায় বুয়েটের সম্মিলিত রিসার্চের অগ্রগতি, র‍্যাংকিংয়ের অগ্রগতি, আইসিপিসি কনটেস্টে বুয়েটের উল্লেখযোগ্য অগ্রগতি এসব তুলে ধরেন।

ওয়েবিনার আরও যুক্ত ছিলেন বুয়েট অ্যালামনাই অফ নর্থ আমেরিকার সভাপতি আহসান চৌধুরী, ইন্টেলের সিনিয়র কম্পোনেন্ট ডিজাইন গাজী সালাউদ্দিন, ইউনিভার্সিটি অব ইন্ডিয়ানা পলিসের শিক্ষক মুনির হক ও সাবেক বুয়েটিয়ান ড. মো. আহসানুল কবীর।

ওয়েবিনারের মডারেটর ছিলেন ইউনিভার্সিটি অফ লুইসভিলের পিএইসডি গবেষক সুমিত পাল। অনলাইনে বর্তমানে বুয়েটে অধ্যায়নরত কয়েকজন শিক্ষার্থীও অংশগ্রহণ করেন ওয়েবিনারে।

এ বিভাগের আরো খবর