বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মায়ের ডিন’স অ্যাওয়ার্ড নিল কোলের শিশু

  • প্রতিনিধি, ইবি   
  • ১০ মার্চ, ২০২৪ ২৩:১০

ইসলামী বিশ্ববিদ্যালয়ের হামিদুর রহমান মিলনায়তনের মঞ্চে পুরস্কার প্রদানকালে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম মেডেলটি মা আয়াতের গলায় না পরিয়ে কোলের শিশুকে পরিয়ে দেন। আর এই দৃশ্য দারুণভাবে উপভোগ করেন অনুষ্ঠানে উপস্থিত সব শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিবৃন্দ। করতালি দিয়ে মা ও মেয়েকে অভিবাদন জানান তারা।

বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার চার দশক পর প্রথমবারের মতো অনুষদের সেরা শিক্ষার্থীর স্বীকৃতি হিসেবে ডিন’স অ্যাওয়ার্ড পেয়েছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ৮ অনুষদের মোট ৩৩ জন শিক্ষার্থীর হাতে সোমবার তুলে দেয়া হয় এই অ্যাওয়ার্ড। আর এই অনুষ্ঠানের সবচেয়ে সুন্দর মুহূর্তটি ছিলো ডিন’স পুরস্কারে স্বীকৃত মায়ের মেডেলটি কোলের শিশুর গলায় পরিয়ে দেয়ার সময়।

রোববার সকাল সাড়ে ১১টার দিকে কোলের শিশুকে নিয়েই বিশ্ববিদ্যালয়ের হামিদুর রহমান মিলনায়তনের মঞ্চে ওঠেন মা ত্বহিরা তাসনিম আয়াত, যার পূর্বপরিচয় সুপ্রীতি দত্ত তমা। পুরস্কার প্রদানকালে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম তাৎক্ষণিক মেডেলটি মা আয়াতের গলায় না পরিয়ে কোলের শিশুকে পরিয়ে দেন। আর এই দৃশ্য দারুণভাবে উপভোগ করেন অনুষ্ঠানে উপস্থিত সব শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিবৃন্দ। করতালি দিয়ে মা ও মেয়েকে অভিবাদন জানান তারা।

সুপ্রীতি দত্ত ২০১৭-১৮ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী। সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে সিজিপিএ ৩.৭৬ পেয়ে যৌথভাবে দ্বিতীয় হয়ে ডিন’স অ্যাওয়ার্ড গ্রহণ করেন তিনি। সুপ্রীতি দত্ত তমা ২০২২ সালে সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরে নিজের নাম পরিবর্তন করে রাখেন ত্বহিরা তাসনিম আয়াত।

অনুষ্ঠানের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ত্বহিরা তাসনিম আয়াত নিউজবাংলাকে বলেন, ‘আমি আজকে সবচেয়ে বেশি ভাগ্যবান। আজ আমার পুরস্কারগুলো আমার মেয়েই গ্রহণ করেছে। ভিসি স্যার ওখানেই আমাকে বাহবা দিয়েছেন। একজন শিক্ষার্থীর পর সন্তানের মা হিসেবে এটি আমার কাছে খুবই গর্বের।’

ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে আয়াত বলেন, ‘সরকারি চাকরি করার ইচ্ছা আছে। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার সুযোগ পেলে অবশ্যই করতে চাই।’

এর আগে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়ার উপস্থিতিতে ডিন’স লিস্ট অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ড. মাহবুবুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. আবু হেনা মোস্তফা জামাল।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ‘ফুল ফুটুক আর না ফুটুক আজ ইসলামী বিশ্ববিদ্যালয়ের বসন্ত। যারা অ্যাওয়ার্ড পেলো তাদের অ্যাওয়ার্ড দেই আর নাই দেই তারাই সেরা। বিশ্ববিদ্যালয়ের দুটো পোগ্রামই গুরুত্বপূর্ণ। একটি কনভোকেশন পোগ্রাম এবং অন্যটি আজকের এই ডিন’স অ্যাওয়ার্ড।

‘আজকের এই দিনে শিক্ষার্থীদের পাশাপাশি তাদের জন্ম দেয়া বাবা-মায়েদের অভিনন্দন জানাই। আমরা ভালো মানুষ হবো, মার্জিত মানুষ হবো এই ধরনের অন্তঃপ্রণোদনাগুলো একজন মানুষকে সুনাগরিক করে তোলে।’

এ বিভাগের আরো খবর