বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষকের শাস্তি দাবিতে মানববন্ধন

  • প্রতিনিধি, কক্সবাজার   
  • ১০ মার্চ, ২০২৪ ২০:৫২

কক্সবাজারের রামু সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোহাম্মদ হোছাইনের বিরুদ্ধে দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরাও ক্ষুব্ধ। তারা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযুক্ত শিক্ষকের বিচার দাবি করেছেন।

কক্সবাজারের রামু সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোহাম্মদ হোছাইনের বিরুদ্ধে দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা রোববার কলেজ ক্যাম্পাসে অভিযুক্ত শিক্ষকের শাস্তি ও অপসারণ দাবি করে মানববন্ধন করেছেন।

মানববন্ধনে কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী মোশারেফা খানম বলেন, ‘অধ্যক্ষের মদদপুষ্ট হোছাইন স্যার এভাবে ছাত্রীকে যৌন নির্যাতন করার সাহস কোথায় পেলেন? একজনের জন্য আমরা কি কলেজে আসতে পারব না?’

আরেক শিক্ষার্থী নাইয়া ইসলাম নিহা বলেন, ‘আমরা নিরাপদ শিক্ষাঙ্গন চাই। যৌন হয়রানিকারী শিক্ষকের শাস্তি চাই।’

শিক্ষার্থী মোহাম্মদ আবদুল্লাহ বলেন, ‘শিক্ষকের হাতে যদি ছাত্রীরা নিরাপদ না থাকে তাহলে কোথায় নিরাপদ থাকবে? আমাদের সহপাঠীরা, মেয়েরা যদি নিরাপত্তা না পায় তাহলে বাসা থেকে কলেজে আসবে কিভাবে? আমরা নিরাপদ শিক্ষাঙ্গন চাই৷’

শিক্ষক হয়ে ছাত্রীর সঙ্গে এমন অশোভন আচরণে ক্ষুব্ধ কলেজটির শিক্ষকরাও।

আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক আকতার জাহান কাকলী বলেন, ‘ব্যাপারটা আমাদের জন্য খুবই লজ্জার ও দুঃখজনক। আমাদের অধ্যক্ষও খুব লজ্জিত।

‘আমরা তো ছাত্রছাত্রীদের অভিভাবক। ওরা যদি আমাদের কাছেই নিরাপদ না থাকে তাহলে মা-বাবারা তাদের সন্তানদের আমাদের কাছে কিভাবে পাঠাবে?’

অভিযোগের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে তিনি বলেন, ‘এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, অভিভবাবকরা যেন আমাদের কাছে তাদের সন্তানদের পাঠিয়ে কোনোরকম দুশ্চিন্তায় না থাকেন, সুন্দর একটা পরিবেশ যাতে আমাদের মাঝে বিরাজ করে সেই উদ্যোগ নেয়া জরুরি।’

ইংরেজি বিভাগের শিক্ষক ওহিদুল কবির বলেন, ‘শিক্ষক হিসেবে আমরা খুবই লজ্জা বোধ করছি। কোথাও বের হতে পারছি না। ফোনে বা সামনাসামনি আমাদের শুনতে হচ্ছে- শিক্ষক হয়ে আপনারা কিভাবে এ ধরনের ঘটনা ঘটান? এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় সেজন্য সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহ্বান জানাচ্ছি।’

কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবদুল হক বলেন, ‘আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এটা দুঃখজনক। আশা করি অধ্যক্ষ মহোদয় বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।’

ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে থাকা কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক সুপ্রতিম বড়ুয়া বলেন, ‘অধ্যক্ষ মহোদয় জরুরি কাজে বাইরে আছেন। যৌন নির্যাতনের অভিযোগের বিষয়টি আমাদের জন্য খুবই লজ্জাজনক। অভিযোগের সত্যতা প্রমাণ হলে ওই শিক্ষকের বিরুদ্ধে অবশ্যই কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

জানা গেছে, বৃহস্পতিবার কলেজে ৭ মার্চের কর্মসূচি ছিল। কিন্তু বাংলা বিভাগের প্রভাষক মোহাম্মদ হোছাইন কর্মসূচিতে অংশ না নিয়ে দুপুরে কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতা চত্বর এলাকায় যান। সেখানে ভুক্তভোগী শিক্ষার্থীকে মোবাইলে কল করে যেতে বলেন। এ খবর ভুক্তভোগী শিক্ষার্থী তার সহপাঠীদের জানান। পরে ঝাউবাগানের ভেতর থেকে ভুক্তভোগীর ১৫-২০ জন সহপাঠী মোহাম্মদ হোছাইনকে ধরে কক্সবাজার আদালত পাড়ায় আইনজীবী মোহাম্মদ রেজাউল করিম কাজলের চেম্বারে নিয়ে আসেন। খবর পেয়ে ওই ছাত্রীর মা-বাবাও সেখানে আসেন।

রেজাউল করিম বলেন, ‘২০-২৫ জন কলেজ শিক্ষার্থী রামু সরকারি কলেজের শিক্ষক মোহাম্মদ হোছাইনকে নিয়ে আমার চেম্বারে এসে অভিযোগের কথা জানায়। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় এবং ভুক্তভোগীর বাবা-মা আইনি পদক্ষেপ নিতে অনীহা প্রকাশ করায় আমি এ বিষয়ে বাইরে গিয়ে সমাধানের পরামর্শ দেই।

‘পরে অভিভাবকদের অভিপ্রায় অনুযায়ী অভিযুক্ত শিক্ষকের কাছ থেকে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে লিখিত অঙ্গীকারনামা নিয়ে বিষয়টির সুরাহা করা হয়।’

ভুক্তভোগী ছাত্রীর মা বলেন, ‘সবদিক বিবেচনা করে বিষয়টি নিয়ে বেশিদূর আগাইনি। তবে এ ধরনের শিক্ষকের উপযুক্ত শাস্তি হওয়া উচিত। শিক্ষক হোছাইনের এই আচরণের কথা সে আমাদের এবং তার সহপাঠীদের জানিয়েছিল।’

সহপাঠীদের সূত্রে জানা যায়, কবিতা চত্বরে স্যারের কথামতো ভুক্তভোগী ছাত্রী গেলে শিক্ষক মোহাম্মদ হোছাইন তাকে কলেজের পোশাক পরিবর্তন করতে বলেন। ভুক্তভোগী পোশাক পরিবর্তনের নাম করে স্যারকে মোটেল শৈবালের সুইমিংপুলের দিকে নিয়ে যান এবং তাকে বাইরে রেখে ভেতরে প্রবেশ করেন। এরপর তিনি সহপাঠী ও মা-বাবাকে খবর দিলে তারা এসে শিক্ষক হোছাইনকে হাতেনাতে ধরে ফেলেন। এ সময় উত্তেজিত সহপাঠীরা তাকে মারধর এবং টানাহেঁচড়া করে। এতে ওই শিক্ষক মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত পান।

রামু সরকারি কলেজের অধ্যক্ষ মো. মুজিবুল আলম বলেন, ‘বিষয়টি ঊধ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

যোগাযোগ করা হলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক প্রফেসর রেজাউল করিম বিষয়টি অবগত হয়েছেন বলে জানান। তিনি বলেন, ‘অভিযোগ প্রমাণ হলে অবশ্যই বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।’

এ বিভাগের আরো খবর