বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

  • নিজস্ব প্রতিবেদক   
  • ১০ মার্চ, ২০২৪ ১৯:২৪

ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বর ও এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ থেকে নম্বর যোগ করে অর্জিত স্কোরের ভিত্তিতে মেধা ও পছন্দক্রম অনুযায়ী ৫৪৫ জনকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে।

ডেন্টালে (বিডিএস) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। তিনটি ওয়েবসাইট এবং সরাসরি এসএমএসের মাধ্যমে এই ফল জানা যাচ্ছে।

পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন কেএম মুহতাসিম সাদিক তানিম নামে এক শিক্ষার্থী। তার প্রাপ্ত নম্বর ৯৩.৭৫।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইট (www.mefwd.gov.bd), স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dgme.gov.bd) ও স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট (www.dghs.gov.bd) থেকে ভর্তি পরীক্ষার ফল জানা যাবে। এসএমএসের মাধ্যমেও ফলাফল জানা যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিকভাবে ৫৪৫ জন (৩৫৮ জন ছাত্রী ও ১৮৭ জন ছাত্র) নির্বাচিত হয়েছেন। ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বর ও এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ থেকে নম্বর যোগ করে অর্জিত স্কোরের ভিত্তিতে মেধা ও পছন্দক্রম অনুযায়ী এই ৫৪৫ জনকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে।

প্রসঙ্গত, শুক্রবার (৮ মার্চ) দেশের ডেন্টালের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১২টি কেন্দ্রে ২০টি ভেন্যুতে ৩৭ হাজার ৮৭৩ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেন।

এ বিভাগের আরো খবর