বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সংবাদ প্রকাশে ইবির প্রথম শহিদ মিনারের শ্রী ফিরছে

  • প্রতিনিধি, ইসলামী বিশ্ববিদ্যালয়   
  • ৬ মার্চ, ২০২৪ ১৯:৫১

শহিদ দিবসের আগের রাতে ‘অযত্ন অবহেলায় যুগ পার ইবির প্রথম শহিদ মিনারের’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে নিউজবাংলা। সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে এসেছে অনেকেরই। ফলে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও স্মৃতিরক্ষায় শহিদ মিনারটি সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে।

নতুন শহিদ মিনার নির্মাণের পর দীর্ঘকালের অযত্নে-অবহেলায় প্রায় হারিয়েই গিয়েছিল ১৯৯১ সালে কুষ্টিয়ায় প্রতিষ্ঠিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রথম শহিদ মিনারটি। তবে এ বিষয়ে সংবাদ প্রকাশের পর যেন প্রাণ ফিরছে স্মৃতিময় এই ঐতিহাসিক স্থাপনায়।

শহিদ দিবসের আগের রাতে ‘অযত্ন অবহেলায় যুগ পার ইবির প্রথম শহিদ মিনারের’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে নিউজবাংলা। ঐ প্রতিবেদনে শহিদ মিনারটির সঙ্গে জড়িয়ে থাকা মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্মৃতি তুলে ধরা হয়। শহিদ মিনারটি হারিয়ে যেতে বসায় সেসময় আক্ষেপও করেন বহু সংগ্রামের মধ্য দিয়ে ক্যাম্পাসে শহিদ মিনারটি প্রতিষ্ঠা করাদের অনেকে।

তবে সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে এসেছে অনেকেরই। ফলে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও স্মৃতিরক্ষায় শহিদ মিনারটি সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে দুই যুগ পুরোনো এ শহিদ মিনারটি। সেইসঙ্গে রঙ করে শহিদ মিনার ও এর আশপাশের পরিবেশেরও সৌন্দর্যবর্ধনের কাজ চলছে।

এই কাজে নেতৃত্ব দিচ্ছে সাদ্দাম হোসেন হল শাখা ছাত্রলীগ। বুধবার বিকেলে তাদের উদ্যোগে শহিদ মিনার ও এর চারপাশ পরিষ্কার করা হয়। এমনকি ঐতিহাসিক এ স্থাপনাটির পার্শ্ববর্তী দেয়ালে মুক্তিযুদ্ধভিত্তিক গ্রাফিতিও আঁকা হবে বলে জানিয়েছেন তারা।

নিজে উপস্থিত থেকে শহিদ মিনারের সংস্কার কাজ পরিদর্শনে আসেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত। এ সময় তার সঙ্গে ছিলেন সহ-সভাপতি মৃদুল হাসান রাব্বি, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোস্তাফিজুর রহমান রাকিবসহ অন্যান্য শাখা ছাত্রলীগের কর্মীরা।

এ সময় দীর্ঘদিনের জঞ্জাল, ময়লার ভাগাড়, পরিত্যক্ত ইট বালু পরিষ্কার করে করে জায়গাটি চলাচলের উপযোগী করা হয়েছে। এছাড়া আগামীকাল ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ উপলক্ষে ঐতিহাসিক এই শহিদ মিনার প্রাঙ্গণে রক্তদান কর্মসূচি, বিতর্ক প্রতিযোগিতা, কুইজ ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হবে করা হবে বলে জানান তারা।

সাদ্দাম হোসেন হল শাখা ছাত্রলীগকর্মী ধ্রুব বলেন, ‘রিপোর্টার্স ইউনিটি যদি নিউজটি না করত, তাহলে আমরা এর ইতিহাস সম্পর্কে অবগত হতাম না। আমরা এখন চাই, এই শহিদ মিনারটি আবার প্রাণ ফিরে পাক।’

এ বিষয়ে ইবি ছাত্রলীগের সহ-সভাপতি মৃদুল হাসান রাব্বি বলেন, ‘রিপোর্টার্স ইউনিটির ফেসবুক পেজে সংবাদটি দেখার পর বিষয়টি আমার নজরে আসে। এরপর শহিদ মিনারটির ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারি।’

এরপর ৭ মার্চ উপলক্ষে আমরা শহিদ মিনারটি পরিষ্কার করে এর প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করার পরিকল্পনা করা হয় বলে জানান তিনি।

ইবি ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরফাত বলেন, ‘শহিদ মিনারটি এতদিন অযত্ন অবহেলায় ছিল। সাদ্দাম হোসেন হল ছাত্রলীগ বিষয়টি আমলে নিয়ে শহিদ মিনারটির সৌন্দর্য ফিরিয়ে দিচ্ছে। যারা এ কাজে অংশগ্রহণ করেছে, আমি তাদের ধন্যবাদ জানাই। সেইসঙ্গে যারা সংবাদ প্রকাশ করে বিষয়টি সবার সামনে উপস্থাপন করেছে, তাদেরও ধন্যবাদ!’

তিনি বলেন, ‘আমরা প্রশাসনকে বলব, বিষয়টি নজরে এনে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও এখানে প্রোগ্রাম আয়োজন করতে। এতে জায়গাটির ইতিহাস ঐতিহ্য শিক্ষার্থীদের মাঝে উঠে আসবে।’

এ বিভাগের আরো খবর