‘স্মার্ট পরিসংখ্যান, উন্নয়নের সোপান’এই স্লোগান সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৪’ উদযাপিত হয়েছে।
মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের উদ্যোগে দিবসটি উপলক্ষে র্যালির আয়োজন করা হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম, ট্রেজারার অধ্যাপক ড. মো. হুমায়ূন কবীর চৌধুরী, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহজাহান এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু সাইদ মো. রিপন রউফ এবং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
র্যালিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শহীদ মিনার থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে আবার শহীদ মিনারের সামনে এসে শেষ হয়।
এ বিষয়ে পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু সাইদ মো. রিপন রউফ বলেন, যেকোনো উন্নয়নের প্রাথমিক সোপান হলো পরিসংখ্যান, অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ তথ্য প্রদানের মাধ্যমে উন্নয়নকে আরো ত্বরান্বিত করা যায়। সরকারকে সঠিক তথ্য প্রদানের মাধ্যমে দেশের উন্নয়নে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ ভূমিকা রাখতে চায়।
২০২০ সালের ৮ জুন মন্ত্রিপরিষদের বৈঠকে প্রতিবছর ২৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে পরিসংখ্যান দিবস পালনের সিদ্ধান্ত নেয় সরকার।