চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রসায়ন বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল মতিনকে চাকরি থেকে অপসারণের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট।
শুক্রবার বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের একটি বিশেষ সভায় এই সিদ্ধান্ত হয় বলে নিউজবাংলাকে নিশ্চিত করেছেন সিন্ডিকেটের সদস্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম ও মোহাম্মদ আলী।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে বিকেল চারটায় উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের সভাপতিত্বে এ সভা শুরু হয়৷ যা শেষ হয় রাত পৌনে ১০টায়।
দুই সিন্ডিকেট সদস্য বলেন, দুটি তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে চাকরি থেকে অপসারণের (রিমুভাল ফর্ম সার্ভিস) সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট। আমরা বিকেল চারটা থেকে রাত পৌনে দশটা পর্যন্ত দুটি তদন্ত কমিটির প্রতিবেদন পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেছি। তদন্ত কমিটির সুপারিশের আলোকে সিন্ডিকেট এই সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে রসায়ন বিভাগের শিক্ষক মাহবুবুল মতিনের বিরুদ্ধে। গত ৩১ জানুয়ারি চবি উপাচার্য বরাবর রসায়ন বিভাগের মাস্টার্সের ওই শিক্ষার্থী এ বিষয়ে লিখিত অভিযোগ দেন।
এ ঘটনায় বৃহস্পতিবার অভিযুক্ত শিক্ষক মাহবুন মতিনকে বিভাগের একাডেমিক কমিটির সুপারিশের আলোকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে সাময়িক অব্যহতি দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের যৌন নীপিড়ন প্রতিরোধে গঠিত সেল তদন্ত করে।
ধর্ষণ চেষ্টার অভিযোগ ওঠার পর থেকেই ওই শিক্ষকের স্থায়ী বহিষ্কার ও বিশ্ববিদ্যালয়ের বাদী হয়ে মামলার দাবিতে টানা আন্দোলন শুরু করেন বিভাগটির শিক্ষার্থীরা।