বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জাল প্রবেশপত্রে এসএসসি পরীক্ষা দিতে গিয়ে গ্রেপ্তার

  • প্রতিনিধি, কোটালীপাড়া (গোপালগঞ্জ)   
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ ২০:৫৬

২০২৪ সালের এসএসসির টেস্ট পরীক্ষায় ৭ বিষয়ে অকৃতকার্য হয় জিসান। এ কারণে বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে এবারের এসএসসি পরীক্ষায় ফরম পূরণ করতে দেয়নি।

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জাল প্রবেশপত্র তৈরি করে এসএসসি পরীক্ষা দিতে এসে জিসান শেখ নামের এক ভূয়া পরীক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার প্রথম দিন উপজেলার সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন কেন্দ্রে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, ২০২৪ সালের এসএসসির টেস্ট পরীক্ষায় ৭ বিষয়ে অকৃতকার্য হয় জিসান। এ কারণে বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে এবারের এসএসসি পরীক্ষায় ফরম পূরণ করতে দেয়নি।

অপরদিকে একই শিক্ষাপ্রতিষ্ঠানের রিফাত শেখ গত বছর এসএসসি পরীক্ষা দিয়ে গণিত বিষয়ে অকৃতকার্য হয়। এ বছর রিফাত শেখের প্রবেশপত্র এবং রেজিস্ট্রেশন কার্ড জাল করে জিসান শেখ পরীক্ষা দিতে আসলে পরীক্ষা সিটে স্বাক্ষরের সময় সে ডিউটিরত শিক্ষকের হাতে ধরা পড়ে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আজিম উদ্দিন পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হয়ে সিজানকে তিন বছরের জন্য এসএসসি পরীক্ষা থেকে বহিষ্কার ও পুলিশ ডেকে গ্রেপ্তারপূর্বক নিয়মিত মামলা করার নির্দেশ দেন।

এ বিষয়ে রিফাত শেখ বলেন, ‘আমি এ বছর শুধু গণিত বিষয়ে পরীক্ষা দেবো। শুনছি জিসান আমার প্রবেশপত্র এবং রেজিস্ট্রেশন কার্ড জাল করে পরীক্ষা দিতে গিয়ে গ্রেপ্তার হয়েছে।’

জিসানের মা জেসমিন বেগম বলেন, ‘জিসান টেস্ট পরীক্ষায় ৭ বিষয়ে অকৃতকার্য হয়েছিল। এ জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে ফরম পূরণ করতে দেয়নি। গত এক সপ্তাহ আগে আমার ভাসুরের জামাই (জিসানের চাচাতো বোনের স্বামী) ইয়াসিন মিনা ২৫ হাজার টাকা নিয়ে জিসানকে প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড এনে দেয়। এই প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড নিয়ে পরীক্ষা দিতে গেলে পুলিশ আমার ছেলেকে আটক করে থানায় নিয়ে গেছে।’

এ বিষয়ে জানার জন্য ইয়াসিন মিনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। বর্তমানে তিনি পলাতক রয়েছেন বলে জানা গেছে।

পল্লী মঙ্গল ইউনাইটেড অ্যাকাডেমি অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম তুহিন বলেন, ‘রিফাত শেখ এবং জিসান শেখ দুজন আমার বিদ্যালয়ের ছাত্র। রিফাতের রোল এবং রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে জিসান জাল প্রবেশপত্র তৈরি করে পরীক্ষা দিতে গিয়ে আটক হয়েছে। সে যেটা করেছে, তা বোকামি ছাড়া আর কিছুই নয়। কারণ জিসান আটক না হলেও পরীক্ষা দেয়ার পরও তার ফলাফল আসত না।’

কোটালীপাড়া থানার এসআই কাজল দাস বলেন, ‘জাল প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড তৈরি করে পরীক্ষা দিতে আসার অপরাধে আটককৃত জিসান শেখের বিরুদ্ধে পাবলিক পরীক্ষা অপরাধ আইনে মামলার প্রস্তুতি চলছে। এই মামলায় জিসানের চাচাতো বোনের স্বামী ইয়াসিন মিনাকেও আসামি করা হবে।’

এ বিভাগের আরো খবর