এসএসসি পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে। দিনাজপুর শিক্ষাবোর্ডে গতবারের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা কমলেও বেড়েছে বিদ্যালয়ের সংখ্যা। বৃহস্পতিবার এই শিক্ষাবোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮ জেলার ১ লাখ ৯৯ হাজার ৩৩৬ জন শিক্ষার্থী এক সঙ্গে এসএসসি পরীক্ষায় অংশ নেবেন।
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সূত্রে জানা যায়, ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় রংপুর বিভাগের ৮ জেলার ২ হাজার ৭৭৫টি বিদ্যালয়ের ১ লাখ ৯৯ হাজার ৪৩৬ জন পরীক্ষার্থী অংশ নেবেন। গত বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ লাখ ১ হাজার ৩৫৯ জন। যা গতবারের তুলনায় এবার ১ হাজার ৯২৩ শিক্ষার্থী কম। আর গতবার ২ হাজার ৭০৩টি বিদ্যালয়ের পরীক্ষার্থীরা অংশ নিলেও এবার তা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৭৭৫টি। যা গতবারের তুলনায় ৭২টি বিদ্যালয় বেশি। এ বছর একটি কেন্দ্র বেড়ে মোট কেন্দ্র ২৭৮টি।
শিক্ষাবোর্ডের তথ্য অনুযায়ী, এবারের এসএসসি পরীক্ষায় দিনাজপুর জেলার ৬১টি কেন্দ্রে ৪০ হাজার ৮৫২ জন, ঠাকুরগাঁওয়ের ২৪টি কেন্দ্রে ২০ হাজার ১৮০ জন, পঞ্চগড়ের ২২টি কেন্দ্রে ১৪ হাজার ৩০১ জন, রংপুরের ৫০টি কেন্দ্রে ৩৪ হাজার ৭৭৭ জন, গাইবান্ধার ৪০টি কেন্দ্রে ২৭ হাজার ৪৪৪ জন, নীলফামারীর ২৭টি কেন্দ্রে ২৩ হাজার ৫১৫ জন, কুড়িগ্রামের ৩৪টি কেন্দ্রে ২২ হাজার ৯৮০ জন এবং লালমনিরহাট জেলার ২০টি কেন্দ্রে ১৫ হাজার ৩৮৭ জন পরীক্ষার্থী অংশ নেবেন। এ বছর সর্বাধিক পরীক্ষার্থী দিনাজপুরে ও সব চাইতে কম পরীক্ষার্থী পঞ্চগড়ে।
দিনাজপুর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী বলেন, ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। স্ব স্ব জেলা ও উপজেলায় ইতোমধ্যে যাবতীয় সরঞ্জাম পাঠানো হয়েছে। প্রশ্নপত্র ফাঁস রোধে নেয়া হয়েছে সব রকমের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা।’
তিনি আরও বলেন, ‘সব কেন্দ্রকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে যেন কোনো ধরনের অনিয়ম না ঘটে। সেজন্য কেন্দ্র সচিবদের কঠোর নির্দেশনাসহ প্রয়োজনীয় পরামর্শ দেয়া হয়েছে। জেলা ও উপজেলা প্রশাসন শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের ব্যাপারে সব ধরনের সহযোগিতা প্রদান করছেন। সেই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকবেন সজাগ ও সতর্ক।’