আগামী ২০২৩-২৪ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত হয়ে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়কে ভর্তি পরীক্ষার আয়োজনের অনুরোধ করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) ইউজিসি পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্টের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এর আগে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে গুচ্ছে না থাকার বিষয়টি শিক্ষকদের সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছিল।
‘গুচ্ছ ভর্তি পরীক্ষা পদ্ধতিতে থাকছে না ইসলামী বিশ্ববিদ্যালয়’ শিরোনামে সম্প্রতি গণমাধ্যমে খবর প্রকাশ হয়। খবরটি কমিশনের দৃষ্টিতে আসায় বিষয়টি নিয়ে কমিশন থেকে গুচ্ছভুক্ত ভর্তি কমিটির আহ্বায়কের সঙ্গে আলাপ করা হলে তিনি বিষয়টি অবহিত নন বলে জানান।
এর পরিপ্রেক্ষিতে বিষয়টি নিয়ে আলোচনার জন্য ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ বিশ্ববিদ্যালয়ের ৬ জন শিক্ষক প্রতিনিধির সঙ্গে কমিশন কর্তৃপক্ষ ৮ ফেব্রুয়ারি মতবিনিময় সভার আহ্বান করে।
পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ৬ জন শিক্ষক প্রতিনিধির স্বাক্ষরিত পত্রে মতবিনিময় সভায় উপস্থিত না হতে পারার জন্য দুঃখ প্রকাশ করে কমিশনকে অবহিত করা হয়।
১৪ জানুয়ারি অনুষ্ঠিত মতবিনিময় সভার পর ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপস্থিতিতে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কমিটির একাধিক সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে, যা এই পর্যায়ে পরিবর্তনের সুযোগ নেই। বিষয়টি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কমিশন কর্তৃপক্ষের বিস্তারিত আলোচনা হয়েছে।
এ অবস্থায় মতবিনিময় সভার সিদ্ধান্ত অনুযায়ী ইসলামী বিশ্ববিদ্যালয়কে গুচ্ছভুক্ত হয়ে আগের তিনটি ভর্তি পরীক্ষার ধারাবাহিকতায় গুচ্ছের আওতায় ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা আয়োজনের অনুরোধ করা হয়েছে।
এ বিষয়ে ইবি শিক্ষক সমিতির সাধারণ অধ্যাপক ড. মামুনুর রহমান বলেন, ‘ইবির শিক্ষকরা গুচ্ছে থাকবেন না বলে মত দিয়েছেন। ইতোমধ্যে তা একাডেমিক কাউন্সিলেও গৃহীত হয়েছে। এর আগে ইউজিসির নোটিশে গুচ্ছে থাকা আবশ্যক এ ব্যপারে কিছু বলা হয়নি। হঠাৎ আবার বলা হচ্ছে গুচ্ছ থেকে বের হওয়ার সুযোগ নেই। দরকার হলে আমরা শিক্ষকরা বিষয়টি নিয়ে আবার বসব।’