বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ধর্ষণচেষ্টায় অভিযুক্ত শিক্ষককে বহিষ্কারের দাবিতে উত্তাল চবি

  • প্রতিনিধি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়   
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৪ ১৭:৫৫

দাবি আদায় না হওয়ার পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। পাশাপাশি ক্লাস-পরীক্ষা থেকেও বিরত থাকবেন তারা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রসায়ন বিভাগের স্নাতকোত্তরের এক শিক্ষার্থীকে একই বিভাগের এক শিক্ষক কর্তৃক যৌন হয়রানি ও ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ওই শিক্ষককে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিস্কারসহ দুই দফা দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে চবির রসায়ন বিভাগের শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বুধবার বেলা ১২টার দিকে টানা পঞ্চম দিনের মতো এই অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবি দুটি হচ্ছে- অভিযুক্ত শিক্ষককে ক্যাম্পাস থেকে স্থায়ী বহিষ্কার এবং বিশ্ববিদ্যালয় বাদী হয়ে ওই শিক্ষককের বিরুদ্ধে মামলা করা।

দাবি আদায় না হওয়ার পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। পাশাপাশি ক্লাস-পরীক্ষা থেকেও বিরত থাকবেন তারা।

আন্দোলনরত রসায়ন ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল শাহরিয়ার বলেন, ‘প্রশাসন আমাদের ক্লাসে ফিরে যেতে বলছে, কিন্তু আমরা সর্বোচ্চ বিচার ছাড়া ফিরে যাব না। তার শাস্তি না হওয়া পর্যন্ত আমরা ফিরে যাব না।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূরুল আজিম সিকদার বলেন, ‘ওই শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি তাদের কার্যক্রম পরিচালনা করছে। তদন্ত প্রতিবেদনের আলোকে প্রশাসন ব্যবস্থা নেবে।’

বুধবার (৩১ জানুয়ারি) চবির রসায়ন বিভাগের স্নাতকোত্তরের এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে একই বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে। এ বিষয়ে ওইদিনই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর লিখিত অভিযোগ দেয় বিভাগের শিক্ষর্থীরা। ঘটনার পরের দিন অভিযুক্ত শিক্ষককে বিভাগের অ্যাকাডেমিক কমিটির সুপারিশের আলোকে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে সাময়িক অব্যহতি দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন প্রতিরোধে গঠিত সেল তদন্ত করছে।

এ ছাড়া, একই বিভাগের আরও দুই শিক্ষকের ব্যাপারে লিখিত অভিযোগের সত্যতা যাচাইয়ে ৬ সদস্যদের ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করেছে রসায়ন বিভাগ।

এ বিভাগের আরো খবর